সিলেট মহিলা কলেজের অধ্যক্ষকে অ্যালামনাই এসোসিয়েশনের সংবর্ধনা
সিলেট সরকারি মহিলা কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সভা ও কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করায় অধ্যক্ষ শামামী চৌধুরী ও সাবেক ভাইস প্রিন্সিপাল ফাহিমা জীন্নুরায়েনের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট সরকারি মহিলা কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবীন রুবার সভাপতিত্বে ও কুমকুম হাজেরা মারুফা’র পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শামামী চৌধুরী, সাবেক ভাইস প্রিন্সিপাল ফাহিমা জীন্নুরায়েন।
সভায় বক্তব্য রাখেন নাজনীন হোসেন, সালমা বাছিত, শামসুন নাহার মিনু, উপস্থিত ছিলেন বিলকিস নুর, এ.জেড লায়লা জেবীন শামীমা, রায়হানা চৌধুরী ফেন্সী, দিলওয়ারা বেগম চৌধুরী, ফরিদা নাসরীন, নাজমা খাতুন চামেলী, হাসিনা মহিউদ্দীন, তাহেরা নুসরাত জাহা চৌধুরী, নাসিমা চৌধুরী, দিলোয়ারা বেগম চৌধুরী, রেহানা পারভীন রেনু, মুক্তা চৌধুরী, সামিয়া চৌধুরী, এডভোকেট আরিফা সুলতানা পপি, সুকরানা বেগম, রীমা দাস, হোসনে আরা কামালী, জেসমিন সুলতান জেসি, নীলাঞ্জনা যুঁই, নন্দিতা দত্ত, সাবিহা সুলতানা, শারমিন জাহান জুঁই, তাহমিনা আহমেদ তানিয়া, শৈলী সমাদ্দার, শাহনাজ বেগম, মরিয়ম জামিলা জেরিন, রুবি বেগম, জান্নাত আরা খান পান্না, মুক্তি বড়ুয়া, ডা. দিলরুবা শাহনাজ পুতুল, রোহেনা দিপু, কাজী তাহরীমা সুলতানা লিনা, মিত্রা কর, দ্বীনা হোসেন চৌধুরী, সারমিন জাহান সুমি প্রমুখ।
অনুষ্ঠানে সিলেট সরকারি মহিলা কলেজ নবনিযুক্ত অধ্যক্ষ শামামী চৌধুরী ও বিদায়ী ভাইস প্রিন্সিপাল ফাহিমা জীন্নুরায়েনকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এজেড রওশন জেবীন রুবাসহ সকল সদস্যবৃন্দ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে অধ্যক্ষ শামামী চৌধুরী বলেন, শিক্ষা ক্ষেত্রে সিলেট সরকারি মহিলা কলেজ অ্যালামনাই এসোসিয়েশন কাজ করে যাচ্ছে। তা প্রশংসনীয়। অতীতের ন্যায় আগামীতে শিক্ষার কল্যাণে এসোসিয়েশন কাজ করবে বলে আশাবাদী। তিনি শিক্ষা বিষয়ক সকল কার্যক্রমে অ্যালামনাই এসোসিয়েশনকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More