Friday, February 12th, 2021
আজ বিশ্ব বেতার দিবস
আজ ১৩ ফেব্রুয়ারী বিশ্ব বেতার দিবস। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে “নতুন বিশ্ব নতুন বেতার”। এ উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র দিনব্যাপী বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে আলোকসজ্জা, আলোচনা অনুষ্ঠান, থিম সং এবং বাংলাদেশ বেতার, সদর দপ্তরের বিভিন্ন অনুষ্ঠান রীলে করে শুনানো হবে। বিশ্ব বেতার দিবস উদ্যাপন উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান হবে সকাল ১১-০০ টায়। এছাড়াও দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হবে। বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের পক্ষ থেকে সকল শ্রোতা, শিল্পী, কলাকুশলী,Read More
৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে বাংলাদেশ
এমনিতেই বাংলাদেশের সামনে পাহাড়সম লিড। উইকেট ধরে রেখে যেখানে বড় সংগ্রহের চিন্তা করবে বাংলাদেশ, সেখানে ইনিংসের শুরুতেই ফিরে গেছেন দুই ব্যাটসম্যান। দলীয় ১ রানের সময় ডাক মেরে সাজঘরে ফেরত যান সৌম্য সরকার। এরপর ২ বলে ৪ রান করে আউট হন নাজমুল হোসেন শান্ত। ২ উইকেট হারানোর পর সেখান থেকে দলকে টেনে তুলেছেন অধিনায়ক মুমিনুল হক ও তামিম ইকবাল। দুজনের জুটিতে উঠেছে ৫৮ রান। কিন্তু দলীয় ৬৯ রানে রাহকিমের ঘূর্ণিতে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক মুমিনুল। ৩৯ বলে অধিনায়কের রান ২১। এরপর তামিমকে সঙ্গ দিতে আসে মুশফিক। স্কোরকার্ডে ২ রান যোগRead More
হাসিতে মেহজাবীন, অভিনয়ে মিমি
ছোট ছোট বাইটে জমে উঠবে সময়’ স্লোগানে নির্মিত ইস্পাহানি বিস্কুট লাইট বাইটের বিজ্ঞাপন দিয়ে পরিচিতি পান তরুণ মডেল ও অভিনেত্রী তটিনি। প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ারের বিজ্ঞাপন দিয়ে দুই বছর আগে শোবিজে যাত্রা শুরু করলেও প্রশংসিত হতে থাকেন বাটারফ্ল্যাই, নেসক্যাফে, ইস্পাহানি মির্জাপুর চায়ের বিজ্ঞাপনে। তবে যেন নতুন করে প্রশংসার পাশাপাশি আলোচিত হতে শুরু করেন সদ্য প্রচারে আসা ধারবাহিক নাটক ‘হাউস নং ৯৬’ দিয়ে। এখানে তিনি অভিনয় করেছেন আফরান নিশোর ছোট বোন ‘রাফা’ চরিত্রে। বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়ে আসেন গেল বছরের তুমুল আলোচিত ওয়েব ফিল্ম ‘তাকদীর’ দিয়ে। সেখানে সাংবাদিক আনিকাRead More
ঐক্যবদ্ধ থাকায় মৌলভীবাজারের চার পৌরসভায় আওয়ামী লীগের জয় এসেছে : পরিবেশ মন্ত্রী
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার কারণেই মৌলভীবাজারের চার পৌরসভায় আওয়ামী লীগের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজারের নবনির্বাচিত চার পৌরসভার মেয়র মন্ত্রীর বড়লেখাস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাকালে সংক্ষিপ্ত এক সভায় তিনি এসব কথা বলেন। পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, ‘২০১৫ সালের পৌর নির্বাচনে মৌলভীবাজারের চার পৌরসভায় আমাদের বিজয় হয়েছিল। কারণ আমাদের জেলা, উপজেলার সকল ইউনিটের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন। এবারও সকলে ঐক্যবদ্ধ ছিলেন। এ জন্য সকল পৌরসভায় নৌকার প্রার্থীর বিজয় হয়েছে।’ সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজারRead More
বাংলাদেশের সঙ্গে ভ্যাকসিন নিয়ে ঘনিষ্ঠ আলোচনায় চীন
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং জানিয়েছেন করোনা ভ্যাকসিন সহায়তা নিয়ে বাংলাদেশ সঙ্গে চীনের ঘনিষ্ঠ আলোচনা চলছে। তিনি বলেন, চীন গ্যাভি-কোভেক্স ফ্যাসিলিটির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে ১ কোটি ভ্যাকসিন সরবরাহের ঘোষণা দিয়েছে। এছাড়া ভ্যাকসিন সহায়তা নিয়ে আমরা এখন বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ আলোচনা করছি। আজ শুক্রবার চীনা নববর্ষ উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় এ সব কথা বলেন তিনি। লি জিমিং আরও বলেন, ‘আজ চীনের নববর্ষ। এ দিনটি চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এ বছরের নববর্ষ ষাঁড় বা গরুর বছর হিসেবে চিহ্নিত হয়েছে। শুভ নববর্ষ!’
মিয়ানমারকে দেয়া ৪ কোটি ডলারের সহায়তা প্রত্যাহার, ইউএসএআইডির
মিয়ানমার সরকারকে দেয়া প্রতিশ্রুতির ৪ কোটি ২২ লাখ ডলারের আর্থিক সহায়তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)। তবে দ্বিপক্ষীয় কর্মসূচির আওতায় দেশটির জনগণের জন্য ৬ কোটি ৯০ লাখ ডলারের যে আর্থিক সহায়তা তা অব্যাহত থাকবে বলে জানায় ইউএসএআইডি। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউএসএআইডি জানায়, মিয়ানমার সরকারের কাজে লাগত ওই অর্থ। কিন্তু সামরিক অভ্যুত্থানের পর দেশটির কর্মসূচি পুনর্মূল্যায়ন করে এই সহযোগিতা না দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বিবৃতিতে আরও বলা হয়, মিয়ানমারের সামরিক বাহিনীকে সহায়তা করার বদলে দেশটির সুশীল সমাজকে সহায়তা করতে এবং তা জোরদার করতে এসব তহবিল সরিয়ে নেওয়া হবে।Read More
প্রাচীন মসজিদের অজানা ইতিহাস: মোস্তফা কাজল
বিশ্বে যেসব বিষয় নিয়ে বাংলাদেশের মুসলমানরা গর্ব করতে পারে তার অন্যতম হলো মসজিদ। বাংলাদেশের রাজধানী ঢাকাকে বহির্বিশ্ব চেনে মসজিদের নগরী হিসেবে। রাজধানী ঢাকার বয়স ৪০০ বছর পেরিয়ে গেছে। কিন্তু মসজিদের নগরী হিসেবে ঢাকার বয়স আরও বেশি, ৫৬০ বছর। বর্তমানে রাজধানী ঢাকাসহ দেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে আছে অনেক ইসলামিক নিদর্শন। বাঙালির ইতিহাস হাজার বছরের। এই দীর্ঘ সময়ে বাংলাকে শাসন করেছেন দেশি-বিদেশি অনেক শাসক। তখন নিজেদের প্রয়োজনেই তারা এ দেশে গড়েছেন অনেক ইসলামিক স্থাপনা। সময়ের ধারায় যা প্রত্নসম্পদে পরিণত হয়েছে। এর মধ্যে অন্যতম মসজিদ। এসব মসজিদ, কারুকাজ খচিত দৃষ্টিনন্দন স্থাপনা নিয়ে আজকের আয়োজনRead More
পবিত্র শবে মেরাজ ১১ মার্চ
শুক্রবার সন্ধ্যায় দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা যায়নি। আগামী রোববার (১৪ ফেব্রুয়ারি) থেকে ১৪৪২ হিজরির রজব মাস গণনা শুরু হবে। পবিত্র শবে মেরাজ পালিত হবে আগামী ১১ মার্চ (২৬ রজব) বৃহস্পতিবার দিবাগত রাতে। রাজধানীর বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী। শবে মেরাজের দিন বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে এ দিন ঐচ্ছিক ছুটি। সভায় অতিরিক্ত সচিব জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধানRead More
সিলেট মহিলা কলেজের অধ্যক্ষকে অ্যালামনাই এসোসিয়েশনের সংবর্ধনা
সিলেট সরকারি মহিলা কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সভা ও কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করায় অধ্যক্ষ শামামী চৌধুরী ও সাবেক ভাইস প্রিন্সিপাল ফাহিমা জীন্নুরায়েনের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সিলেট সরকারি মহিলা কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবীন রুবার সভাপতিত্বে ও কুমকুম হাজেরা মারুফা’র পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শামামী চৌধুরী, সাবেক ভাইস প্রিন্সিপাল ফাহিমা জীন্নুরায়েন। সভায় বক্তব্য রাখেন নাজনীন হোসেন, সালমা বাছিত, শামসুন নাহার মিনু, উপস্থিত ছিলেন বিলকিস নুর, এ.জেড লায়লা জেবীন শামীমা,Read More
শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন সিলেট নগরীর বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকা হচ্ছে- ১১ কেভি মির্জাজাঙ্গাল ফিডারের আওতাধীন নগরীর শেখঘাট, ইঙ্গুলাল রোড, কুয়ারপাড়, লামাবাজার, মদন মোহন কলেজ, রিকাবীবাজার, মণিপুরী রাজবাড়ী, লালাদিঘীরপাড়, জল্লারপাড় ও দাড়িয়াপাড়ার আংশিক এলাকা। বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে বিষিয়টি জানিয়েছেন।