Main Menu

৩ উপজেলায় করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন সামাদ চৌধুরী এমপি

সিলেট ৩ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী ৩ উপজেলায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন।

রবিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৃথক পৃথক অনুষ্ঠানে কোভিড ১৯ (অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাক্সিন) টিকাদান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন।

এ সময় দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেন ডা. রকিবুল হাসান জুয়েল।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান। ও বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেন জৈনিক নাগরিক এর পর থেকে শুরু হয় টিকা দেয়া কার্যক্রম।

পৃথক, পৃথক ভাবে ৩ উপজেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ময়নুল আহসান, মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান, সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল আলম, ফেঞ্চুগঞ্জ থানার ওসি শাফায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফয়জুল ইসলাম মানিক, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী, উত্তর কুশিয়ারা ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান ইমরান আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খসরু, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন।

বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম শাহরিয়ার, বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া চেয়ারম্যান, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীন প্রমুখ।

কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, করোনার ভ্যাকসিন নিয়ে যারা মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন তারা জনগণের ভালো চায় না। এখনো বিশ্বের বিভিন্ন দেশ করোনা ভ্যাকসিন আনতে পারেনি, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সময়মতো ভ্যাকসিন আনতে পেরেছেন এবং তা জনগণের কাছে পৌছে দিতে সক্ষম হয়েছেন। ফলে দেশের জনগণ এর সুফল ভোগ করতে পারবে। তিনি গুজবে কান না দিয়ে টিকা নেয়ার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *