সিলেটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটের জালালাবাদ থানার জাংগাইল এলাকায় মাইক্রো ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। সেই সাথে দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি অটোরিকশা চালক আব্দুল মালেক উরফে মাইল্লা (৩৮) জালালাবাদ থানাধীন খিত্তারগাঁও গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়ট নিশ্চিত করেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খাঁন। তিনি জানান, সুনামগঞ্জগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-১৪-৯২০৪) এবং সিলেটগামী সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১২-০৬৫৩) গাড়িগুলো জালালাবাদ থানায় রাখা হয়েছে। দুর্ঘটনায় সিএনজি গাড়িটি ধুমরে মোচড়ে যায় এবং মাইক্রোবাসটি সামনে অংশ ক্ষতিগ্রস্ত হয়। মাইক্রোবাসের চালক ঘটনার পালিয়ে যায়।
Related News

ডা.বীরেন্দ্র চন্দ্র দেব ছিলেন সমাজের নিবেদিত প্রাণ : অধ্যাপক ডা শিব্বির আহমদ শিবলী
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শিব্বির আহমদ শিবলীRead More

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির অভিষেক সম্পন্ন
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সিলেট নগরীর একটিRead More