সিলেটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটের জালালাবাদ থানার জাংগাইল এলাকায় মাইক্রো ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। সেই সাথে দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি অটোরিকশা চালক আব্দুল মালেক উরফে মাইল্লা (৩৮) জালালাবাদ থানাধীন খিত্তারগাঁও গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়ট নিশ্চিত করেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খাঁন। তিনি জানান, সুনামগঞ্জগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-১৪-৯২০৪) এবং সিলেটগামী সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১২-০৬৫৩) গাড়িগুলো জালালাবাদ থানায় রাখা হয়েছে। দুর্ঘটনায় সিএনজি গাড়িটি ধুমরে মোচড়ে যায় এবং মাইক্রোবাসটি সামনে অংশ ক্ষতিগ্রস্ত হয়। মাইক্রোবাসের চালক ঘটনার পালিয়ে যায়।
Related News

৮ দফা দাবি নিয়ে জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ও পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান
৮ দফা দাবি নিয়ে সিলেটের জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, পুলিশ কমিশনার ও ট্রাফিকRead More

সুরমা নদীর টুকেরবাজার এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন। প্রথম জৈন্তাপুর উপজেলা
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রায় দের যুগ পর আবারো বৃহত্তর টুকের বাজারRead More