মেন্দিবাগে সিলেট জেলা পরিষদের সুপার মার্কেট উদ্বোধন

সিলেট জেলা পরিষদের মালিকানাধীন মেন্দিবাগ ২নং সুপার মার্কেটের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি এবং পররাষ্ট্র মন্ত্রনায়ের মন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপি। শুক্রবার সকাল ১১টায় মন্ত্রীদ্বয় এই সুপার মার্কেটের উদ্বোধন করেন।
জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাঁটলিপিকার এ. কে. এম. কামরুজ্জামান মাসুমের পরিচালনায় মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মো. শাহ্ আলম। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিত সিংহ।
অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সাবেক সাধারন সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নভেল, জেলা পরিযদের সদস্য মতিউর রহমান, সায়্যীদ আহমদ সুহেদ,মুহিবুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জেড রওশন জেবীন রুবা, জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, সুষমা সুলতানা রুহী, আলমাস উদ্দীন, লোকন মিয়া, আশিক মিয়া, আব্দুল আউয়াল কয়েস, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেবেকা আক্তার লাকী, সিলেট অন প্রেসক্লাবের সভাপতি মুহিব চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুল কাদির মোজাহীদ, উপ সহকারী প্রকৌশলী হাসিব আহমদ, সূর্য সেন রায়, প্রধান সহকারী দেলওয়ার হোসেন জোয়ারদার, হিসাব রক্ষক নাজিম উদ্দীন, উচ্চমান সহকারী ধীরেন্দ্র কুমার সিংহ,নিম্নমান সহকারী নীল রতন দাস, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাধুরী গুণ, আহমদুল হক চৌধুরী বেলাল প্রমুখ।
Related News

সুরমা নদীর টুকেরবাজার এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন। প্রথম জৈন্তাপুর উপজেলা
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রায় দের যুগ পর আবারো বৃহত্তর টুকের বাজারRead More

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More