সিরিজ সেরা সাকিব আল হাসান

নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা দারুণ হলো সাকিব আল হাসানের। টানা তিন ম্যাচে বল-ব্যাটের ঝলকানিতে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন তারকা এই অলরাউন্ডার। ম্যাচ সেরার পুরস্কার পান মুশফিকুর রহীম।
সোমবার চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ জিতেছে ১২০ রানের বড় ব্যবধানে। যেখানে ব্যাট হাতে ৫১ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। তবে ইনজুরির কারণে গোটা দশ ওভার বোলিং করতে পারেননি সাকিব। ৪.৫ ওভার বোলিং করেই মাঠ ছাড়েন তিনি।
তাই বলে সিরিজ সেরার খেতাব জিততে কষ্ট হয়নি তার। তিন ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭ উইকেটে মেহেদী হাসান মিরাজের। সাকিব নিয়েছেন তিন ম্যাচে ৬ উইকেট। সেরা বোলিং ৮ রানে ৪ উইকেট, প্রথম ম্যাচে। ৬ উইকেট পাওয়া আরেক বোলার মোস্তাফিজুর রহমান।
ব্যাট হাতে সিরিজের সর্বোচ্চ রান তামিম ইকবালের, ১৫৮। ১১৬ রান ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েলের। এরপরই অবস্থান সাকিবের। ৫৬.৫০ গড়ে তার রান ১১৩।
সিরিজ সেরার পুরস্কার হাতে পাওয়ার পর সাকিব বলেন, ‘সব কৃতিত্ব আসলে কোচিং স্টাফ ও টিমমেটদের। দীর্ঘদিন পর ফেরাটা সহজ ছিল না। তবে প্রথম ম্যাচের পর আত্মবিশ্বাস পেয়েছি। সিরিজ জয়ের পর আত্মবিশ্বাস আরো বেড়েছে।’ নিজের চোট প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনো বুঝতে পারছি না চোটের মাত্রাটা কতটা প্রখর, কাল সকালে বুঝা যাবে।’
প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার পর নিজের ফেসবুক পেজে সাকিব লেখেন, ‘সবকটি ম্যাচে দারুন পারফরমেন্সে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাওয়াশ করে সিরিজের দারুণ সমাপ্তি আনল টাইগাররা। ব্যাটে বলে আবার ফিরে এসে অত্যন্ত আনন্দিত।’
Related News

রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
বুধবার শুরু হয়েছে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম দিনেRead More

পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে টস হেরেRead More