সিলেটে ‘নিফটি আইটি ইনিস্টিউট’র সেমিনার সম্পন্ন

ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যুব সমাজকে আর্থিক ও মাদকমুক্ত এবং স্বচ্ছল জীবন যাপন করে তাদের মান উন্নয়ন গতিশীল করতে হবে এমনটাই প্রত্যাশা করেন ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন।
তিনি শনিবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার – Nifty It Institute BD ওয়েবসাইট (www.niftyitbd.com) লঞ্চ এ প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
নিফটি আইটি ইনিস্টিউটের সহ- প্রতিষ্ঠাতা নাজমুল ইসলামের পরিচালনায় এবং মিলাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন- ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন।
বিশেষ অতিথি ছিলেন- শাহিন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আকরামুল ইসলাম, রোটারি ক্লাব সিলেটের সহ সভাপতি কৌশিক চৌধুরী, চিকিৎসক মনোবিজ্ঞানী সুমনা ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য সহ- প্রতিষ্ঠাতা নাজমুল ইসলাম বলেন, দেশের বেকারত্ব দূর করার মুল লক্ষ্য নিয়ে সরকারের ভিশন ২০২৫ এর লক্ষ্য মাত্রায় আমাদের এই উদ্যোগ, এবং আমরা প্রতিবন্ধি দের জন্য ফ্রি প্রশিক্ষণ দিচ্ছি।
এছাড়া ও শুভেচ্ছা বক্তব্য রাখেন- নিফটি আইটি ইনিস্টিউটের এর প্রতিষ্ঠাতা তোফায়েল আহমদ, সহ-প্রতিষ্ঠাতা মওদুদ হোসেন সৌরভ।
আরও উপস্থিত ছিলেন- নিফটির সদস্য খলিলুর রহমান, নাহিদ আহমেদ সুয়েব, নাজমুল হক মিজান, পুলক চন্দ্র চন্দ, আশরাফুল ইসলাম রাসেল, শাহরুল ইসলাম, রফিকুল ইসলাম।
Related News

রোটারি ইন্টারন্যাশনাল সিলেট ডি ৬৫ এর জোনাল বর্ষ উদ্বোধন ও কলার হ্যান্ডোভার ২০২৫-২৬ অনুষ্ঠিত
সিলেট রোটারি ইন্টারন্যাশনাল ডি ৬৫ এর জোনাল বর্ষ উদ্বোধন ও কলার হ্যান্ডোভার ২০২৫—২৬ সম্পন্ন হয়েছে।Read More

জাতীয়তাবাদী ঐক্য পরিষদ জেদ্দা শাখার সাংগঠনিক সম্পাদক, বিএনপি নেতা কামাল উদ্দিন বিমানবন্দরে সংবর্ধিত
সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ জেদ্দা শাখার সাংগঠনিক সম্পাদক, বিএনপি নেতা কামাল উদ্দিনের স্বদেশ প্রত্যাবর্তনRead More