সিলেট ও সুনামগঞ্জে র্যাবের পৃথক অভিযানে মাদকসহ ৩ জন আটক
র্যাব-৯ এর পৃথক পৃথক অভিযানে সুনামগঞ্জ সদর উপজেলা ও সিলেট মেট্রোপলিটন এলাকার জালালাবাদ থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক সহ ৩ মাদক কারবারীকে আটক করা হয়েছে।
র্যাব-৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ এই পৃথক অভিযান পারিচলনা করে। আটককৃতদের মধ্যে সুনামগঞ্জ হতে ২ জন ও সিলেট জালালাবাদ থানা এলাকা হতে ১ জনকে আটক করা হয়।
অভিযানে আটককৃতরা হলো সুনামগঞ্জ সদর উপজেলার নিয়ামতপুর গ্রামের মৃত রফু মিয়ার ছেলে আব্দুল বশির, একই উপজেলার কামারভিটা গ্রামের সুরুজ মিয়ার ছেলে মানিক মিয়া ও জালালাবাদ থানার পাঠানটোলা দর্জিপাড়া গ্রামের মৃত তজিমুল আলীর ছেলে শাহেদ আলী।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করেছে র্যাব।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More