সিলেট ও সুনামগঞ্জে র্যাবের পৃথক অভিযানে মাদকসহ ৩ জন আটক

র্যাব-৯ এর পৃথক পৃথক অভিযানে সুনামগঞ্জ সদর উপজেলা ও সিলেট মেট্রোপলিটন এলাকার জালালাবাদ থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক সহ ৩ মাদক কারবারীকে আটক করা হয়েছে।
র্যাব-৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ এই পৃথক অভিযান পারিচলনা করে। আটককৃতদের মধ্যে সুনামগঞ্জ হতে ২ জন ও সিলেট জালালাবাদ থানা এলাকা হতে ১ জনকে আটক করা হয়।
অভিযানে আটককৃতরা হলো সুনামগঞ্জ সদর উপজেলার নিয়ামতপুর গ্রামের মৃত রফু মিয়ার ছেলে আব্দুল বশির, একই উপজেলার কামারভিটা গ্রামের সুরুজ মিয়ার ছেলে মানিক মিয়া ও জালালাবাদ থানার পাঠানটোলা দর্জিপাড়া গ্রামের মৃত তজিমুল আলীর ছেলে শাহেদ আলী।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করেছে র্যাব।
Related News

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে: খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশটাকে ধ্বংস করার জন্যRead More