সিলেটে কোভিড-১৯ ও ডেঙ্গু সচেতনতা বিষয়ক কর্মশালা

লাইফ স্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো আয়োজনে সিলেটে কোভিড-১৯ এবং ডেঙ্গু বিষয়ক সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম কর্মীদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় সিলেট সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলের সভাপতিত্বে ও সিলেট সিভিল সার্জন মেডিকেল অফিসার ডা. স্বপনীল সৌরভ রায়ের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট সিভিল সার্জন সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা সুজন বনিক।
বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক ফখরুল আলম, সিলেট ডেপুটি সিভিল সার্জন নূরে আলম শামীম, মেডিকেল অফিসার (ডিসি) ডা. মির্জা লুৎফুল বারী।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা এডিশ মশার মাধ্যমে ছড়িয়ে থাকে। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু শক নিন্ড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারত্মক আকার ধারণ করতে পারে। বর্ষার সময় এ রোগের প্রকোপ বাড়তে পারে। এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায়। বক্তারা সবাইকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে গণমাধ্যমে লেখা লেখির প্রতি গুরুত¦ দেওয়া এবং পাশাপাশি সব সময় মুখে মাস্ক ব্যবহারের উপর জোর দাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সাবেক সভাপতি ইকরামূল কবির, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহিত চৌধুরী, সিনিয়র সাংবাদিক জেড এম শামসুল, আবুল মোহাম্মদ, ফখরুল ইসলাম, মুহিবুর রহমান, ছোটন সিংহ, এম রহমান ফারুক, মিসবাহ উদ্দিন, বুশরা নুর প্রমূখ।
Related News

জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট সদর উপজেলা জামায়াতের প্রচার মিছিল
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাংলাদেশেরRead More

রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত
রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই এয়ারপোর্টস্থRead More