গোয়াইনঘাটস্ত কাঠালকুড়ী কান্দি গ্রামের বৃদ্ধা রিয়াজ উদ্দিনের ঘরবাড়ী পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা
সিলেট গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী কাঠালকুড়ী কান্দি গ্রামের বৃদ্ধা রিয়াজ উদ্দিন বিগত ৪০ বছর ধরে পরিবার পরিজন নিয়ে উক্ত গ্রামে বসবাস করে থাকা অবস্তায় গত ২৯/১২/২০ইং তারিখ সময় আনুমানিক দুপুর ১২ ঘটিকার সময় ভুমি সংক্রান্ত জের ধরে বৃদ্ধা নিরীহ রিয়াজ উদ্দিনের ভুমি দখলের জন্য সাবেক মেম্বার ইয়াকুব আলীর নেতৃত্বে একদল শসস্ত্র সন্ত্রাসী সামিলে বৃদ্ধ রিয়াজ উদ্দিনের বসত বাড়ীতে হামলা করে। ঘরে থাকা বৃদ্ধা রিয়াজ উদ্দিনের দুইজন যুবতী মেয়েকে ইয়াকুব আলী সহ চারজন নুর উদ্দিন রাঙ্গা, মহতরম, ফরিদ উদ্দিন সামিলে দুই যুবতী মেয়েকে টেনে হেচড়ে বিবস্ত্র করে ধর্ষনে ব্যর্থ হয়ে স্লিলতাহানী করে এবং সাবেক মেম্বার ইয়াকুব আলী বৃদ্ধা রিয়াজ উদ্দিনের যুবতী মেয়ে রহিমা (১৬) কে ধরে মাতার চুল কেটে ভুতা অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে যা অত্যন্ত অমানবিক ও মানবাধিকার লঙ্গন। বর্তমানে বৃদ্ধা রমিজের দুই মেয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ৬নং বেডে মৃর্তুর সাথে পাঞ্জা লড়ছে। অন্যদিকে দলবদ্ধ আসামীগন প্রথমে বাড়ীর ও আশপাশে লাগানো কয়েকশত গাছ কেটে ফেলে পরে বৃদ্ধা রিয়াজ উদ্দিনের বাড়ী ভাঙ্গচুর ও মালামাল লোটকরে বৃদ্ধার বসতঘরে কেরাশিন দিয়ে আগুন ধরিয়ে গুরুত্বপুর্ন দলীল পত্র ও মুল্যবান আসবাবপত্র জালিয়ে দেয়। প্রায় চারঘন্টা ধরে সন্ত্রাসীরা তান্ডব চালিয়ে বৃদ্ধ রিয়াজ উদ্দিনের পরিবারের লোকজনের হাত/পা বেধে সর্বস্ব লোট করে অবশিষ্ট মালামাল সহ পুরো ঘর জালিয়ে ছারখার করে দেয় যা একাত্তুরের পাকহানাদার বাহিনীর নির্যাতন কে ও হার মানায়। অবশেষে বৃদ্ধা রমিজ প্রানে বেচে থানার হাওলা নিলে থানা কতৃপক্ষ পরের দিন জবান বন্দি শুনে মামলাটি এফ আই আর ভুক্ত করে কিন্তু প্রকৃত ঘটনা সঠিকভাবে দরখাস্তে লিখা হয় নাই। মামলার সংবাদ পেয়ে ১নং বিবাদী সাবেক মেম্বার ইয়াকুব সহ তার সন্ত্রাসী বাহিনী মিলে বৃদ্ধ রিয়াজ উদ্দিন কে প্রানে হত্যার উদ্দেশ্যে হন্য হয়ে খুজছে। আসামীগনের এহেন হুমকিতে অসহায় রিয়াজ উদ্দিন ও তার পরিবার নিরাপত্তাহিনতায় ভুগছে। বৃদ্ধা রিয়াজ উদ্দিনের আহবানে মানবাধিকার সংঘটন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটি অসহায় পরিবারকে আইনগত সহায়তা দেবে মর্মে সম্মতি দেন। ৪ সদস্যের একটি মানবাধিকার পর্যবেক্ষন দল বৃদ্ধা রিয়াজ উদ্দিনের বাড়ী পরিদর্শন করে প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়া যায়।
Related News
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More
সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত: হাইকোর্টের রুল জারি
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন (SDFRA)-এর ২০২৫–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রক্রিয়া ছয়Read More

