রিভলবার নিয়ে আখালিয়ার রাস্তায় ঘুরছিলেন ‘সন্ত্রাসী’ সুমন!

সিলেট নগরীর আখালিয়া নতুন বাজার এলাকা থেকে একাধিক মামলার আসামি ‘সন্ত্রাসী’ সুমন মিয়াকে (২৯) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। গতকাল বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় জালালাবাদ থানাধীন আখালিয়া নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় সুমন একটি বিদেশি রিভালবার নিয়ে রাস্তায় ঘুরছিলেন।
আটকের সময় সুমনের কাছ থেকে ওই অস্ত্র ও একটি মোটরসাইকেল জব্দ করে র্যাব। সে জালালাবাদ থানার নোয়াপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।
মহানগর পুলিশ (এসএমপি) জানায়, এসএমপি’র বিভিন্ন থানায় সুমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যেগুলো আদালতে বিচারাধীন।
Related News

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে: খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশটাকে ধ্বংস করার জন্যRead More