সিসিকের সেবা প্রদানে আরো যত্নশীল হওয়ার নির্দেশ মেয়রের

সিলেট সিটি কর্পোরেশনের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে সিসিকের প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে সেবা প্রদানে আরো যত্নশীল হওয়ার নির্দেশ দিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, নাগরিক সেবা প্রদানে সবাইকে সবসময় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সিলেট সিটি কর্পোরেশনের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সিসিকের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, কর কর্মকর্তা মো. রমিজ মিয়া, এসেসর চন্দন দাশ, সহকারী প্রকৌশলী জয়বেদ বিশ্বাস, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য ও আইটি কনসালটেন্ট সাদাত হোসেন খানকে সম্মাননা দেয়া হয়।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পাঁচ হাজার টাকার চেক তুলে দেন। সভায় সিলেট সিটি কর্পোরেশনের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে প্রত্যেকটি বিভাগ ও শাখার কার্যক্রম পর্যালোচনা করা হয়।
পরে জাতীয় শুদ্ধাচার কৌশল ২০২০ -২১ বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক আরেকটি সভায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ, নির্বাহী ম্যাজিট্রেট সুমন চন্দ্র দাশ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. শামসুল হক, এসেসর চন্দন দাশ, কর কর্মকর্তা মো. রমিজ মিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ, লাইসেন্স অফিসার মো. আব্দুল আজিজ, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আবুল ফজল, শিক্ষা কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, আরবান প্ল্যানার মো. তানভির রহমান মোল্লা, সহকারী প্রকৌশলী হাসিবুর রহমান, বাজার পরিদর্শক মো. জামিলুর রহমান, মেয়রের ব্যক্তিগত সহকারী মো. মুহিবুল ইসলাম ইমন, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ ও আইটি কনসালটেন্ট সাদাত হোসেন খান।
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More