সিলেটের দুটিসহ প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে ১৭ টিতে আ.লীগের জয়
প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের ভোট সম্পন্ন হয়েছে। সামগ্রিকভাবে এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ধারেকাছেও নেই আর কোনো দল।
২৪টি পৌরসভার মধ্যে মেয়রপদে সিলেটের দুটিসহ ১৭টিতে আওয়ামী লীগ, তিনটিতে স্বতন্ত্র এবং দুটিতে বিএনপি মনোনীত প্রার্থী প্রাথমিকভাবে জয়লাভ করেছেন।
আওয়ামী লীগ প্রার্থী হিসেবে যারা মেয়র পদে জয়লাভ করেছেন তারা হলেন- বরগুনার বেতাগী পৌরসভায় এবিএম গোলাম কবির, নেত্রকোনার মদনে সাইফুল ইসলাম সাইফ, চুয়াডাঙ্গায় জাহাঙ্গীর আলম মালিক খোকন, মানিকগঞ্জে মো. রমজান আলী, কুড়িগ্রামে কাজিউল ইসলাম, ময়মনসিংহের গফরগাঁওয়ে এস এম ইকবাল হোসেন সুমন, মৌলভীবাজারের বড়লেখায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী, কুষ্টিয়ায় তারিকুল ইসলাম, পঞ্চগড়ে জাকিয়া খাতুন, রংপুরের বদরগঞ্জে আহসানুল হক চৌধুরী টুটুল, বরিশালের বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকুয়া ও উজিরপুরে গিয়াস উদ্দিন, সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী, সুনামগঞ্জের দিরাইয়ে বিশ্বজিৎ, রাজশাহীর কাটাখালি পৌরসভায় আওয়ামী লীগের আব্বাস আলী, পাবনার চাটমোহরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো ও চট্টগ্রামের সীতাকুন্ডে আওয়ামী লীগের প্রার্থী বদিউল আলম।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন তারা হলেন- কুয়াকাটা পৌরসভায় মো. আনোয়ার হাওলাদার, ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা একরামুল হক এবং দিনাজপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মাহামুদ আলম লিটন।
বিএনপির প্রার্থী হিসেবে যারা মেয়রপদে জয়লাভ করেছেন তারা হলেন- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মো. ফরিদ আহমেদ ও রাজশাহীর পুঠিয়ায় আল মামুন।
এছাড়া ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগের প্রার্থী গোলাম কবির এগিয়ে থাকলেও মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টায় ২৪টি পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত টানা চলে ভোটগ্রহণ।
তথ্য সূত্রে: জাগো নিউজের
Related News
আমি নিজেকে রংপুরের সন্তান মনে করি : ড. ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাইয়ের অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বীরত্ব এবং আত্মত্যাগ আমাকেRead More
সমন্বয়কদের বৈঠক শেষে হাসনাত: উপদেষ্টা নিয়োগে অবশ্যই ছাত্রদের মতামত নিতে হবে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনের ফসল হলো অন্তর্বর্তী সরকার। তাইRead More