Main Menu

বাংলাদেশ মানবাধিকার আন্দোলন এর নতুন কমিটির অভিষেক সম্পন্ন

বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হায়াতুল ইসলাম আকঞ্জি বলেছেন, মানবীয় গুণাবলীর অধিকারী মানুষকেই মানবাধিকার আন্দোলনে যোগ দিতে হবে। মানবিক গুণসম্পন্ন মানুষগুলোই সমাজের জন্য কিছু করতে পারে। তিনি বলেন, যেখানেই মানুষের অধিকার ভুলুন্ঠিত হয় মানবাধিকার কর্মীদের সেখানেই ঝাঁপিয়ে পড়তে হবে।
তিনি শনিবার বিকেলে সিলেট প্রেসক্লাবের আমিনুর রশীদ চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার আন্দোলন এর নতুন কমিটির অভিষেক অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিলেটে একটি প্রতিবন্ধি ইন্সটিটিউটের খুবই প্রয়োজন উল্লেখ করে তিনি আরো বলেন, শেষ বয়সে অবহেলিত মানুষগুলোর জন্য যেমন বৃদ্ধাশ্রম প্রয়োজন প্রতিবন্ধি মানুষদের জন্য ও একটি স্থায়ী নিবাস খুবই প্রয়োজন। সেই সাথে এতিম শিশুদের জন্য ও কিছু উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। সামাজিক কর্মকান্ডে সিলেটবাসীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, সিলেটে ভালো কাজের উদ্যোগ নিলেই দানশীল মানুষের অভাব হয়না। শুধুমাত্র যথাযথ পর্যায়ে উদ্যোগ নিতে হবে। এ জন্য তিনি বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের নেতৃবৃন্দকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। সংগঠনের সভাপতি হেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী সাধারণ সম্পাদক মোসাদ্দিকুন নবী এর পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সাংবাদিক আমজাদ হোসাইন, সহ সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক আলহাজ¦ সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, আইণ বিষয়ক সম্পাদক এডভোকেট মখলিছুর রহমান।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাহেদ আহমদ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *