Main Menu

মাদক-কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধে পুলিশ কাজ করছে :এসএমপি কমিশনার

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফ বলেছেন, মাদক , জুয়া, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধ করতে পুলিশ কাজ করছে । সামাজিক সমস্যা দূর করতে সামাজিক আন্দোলনের বিকল্প নেই উল্লেখ করে কমিশনার বলেন, জনগণকে ভালো রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার দুপুরে এসএমপি’র কোতয়ালী মডেল থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে কমিশনার আরো বলেন, সোনার বাংলা বিনির্মাণে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি প্রতি মাসের ২২ তারিখে কোতোয়ালী মডেল থানা প্রাঙ্গণে মাসিক ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শফিকুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী মডেল থানা), অফিসার ইনচার্জ (কেতোয়ালী মডেল থানা)
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত পুলিশ কমিশনার স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *