নারী নির্যাতন মামলা প্রত্যাহার করতে প্রাণ নাশের হুমকি: পুলিশ সুপার বরাবরে অভিযোগ
সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন হাবীবনগর চা বাগান এলাকায় বসতঘরে ঢুকে জুর পুর্বক ধর্ষনের ঘটনার বিচার চেয়ে পুলিশ সুপার বরাবরে অভিযোগ করেছেন ধর্ষিতার পিতা নেকবর আলী।
অভিযোগে বলা হয়েছে নেকবর আলীর মেয়ে ফারজানা আক্তারকে গত ২৬/০১/২০২০ইং তারিখে একই এলাকায় বসবাসরত রাজ্জাক মিয়ার লম্পট ছেলে আবু তাহের ভিকটিমের বসতঘরে ঢুকে জুর পুর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করলে চিকিৎসা ও আইনগত সহায়তার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি হয়। অন্যদিকে ধর্ষক ও তার সমর্থনপুষ্ট ব্যক্তিরা বিষয়টি স্থানীয়ভাবে নিষপত্তির লক্ষে নির্যাতিতার পরিবারকে প্রচন্ডভাবে চাপ প্রয়োগ করতে থাকে, এক পর্যায়ে ধর্ষকের নিকট ভিকটিম ফারজানাকে বিবাহ দিতে বাধ্য করা হয়। নিরুপায় হয়ে নির্যাতিতা পরিবার গত ১৪/০২/২০২০ইং তারিখে সংশ্লিস্ট কাজী অফিসের মাধ্যমে বিবাহ হয়। এর পর হইতে ভিকটিম ফারজানা আক্তার কে স্বামীর ঘরে উঠিয়ে না নেওয়ার জন্য বিভিন্ন অযুহাত দেখিয়ে কালক্ষেপন করতে থাকে ধর্ষক আবু তাহের ও তার পরিবার। অতপর কিছু স্বার্থান্বেসি মহলের উছকানিতে আবার তালাকের নুটিশ পাঠায় ধর্ষক আবু তাহের। এদিকে যৌতুক দিতে না পারায় এবং মেয়ে ধর্ষিত হয়ে সমাজে লজ্জ্যায় মুখ দেখাতে না পেরে নিরুপায় হয়ে আদালতে ন্যায় বিচার প্রাপ্তির আসায় মামলা করে। উক্ত মামলাটি প্রত্যাহার করে নেওয়ার জন্য আসামী পক্ষ স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় বাদী পক্ষকে নানাভাবে হুমকি ধামকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী সহ ভয়ভিতি প্রদর্শন করিতেছে। যে কারনে গত ১০/১২/২০২০ইং তারিখে জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারন ডায়রী করা হয় ডায়রী নং ৪২৪ উক্ত ডায়রীর বিষয়ে সংশ্লিস্ট থানা করতৃপক্ষ তদন্ত করে যাবার পর থেকে ধর্ষক আবু তাহের ও তার সমর্থন পুষ্টরা মিলে ধর্ষিতা ফারজানা আক্তার ও তার নিরীহ পরিবারকে নতুন করে বিভিন্নভাবে ভয়ভিতি ও হুমকি প্রদর্শন করিতেছে। ধর্ষক পরিবারের হুমকির ভয়ে ভিকটিম ফারজানা আক্তার ও তার নিরীহ পরিবার নিরুপায় হয়ে গত ১৭/১২/২০২০ ইং তারিখে পুলিশ সুপার সিলেট বরাবরে প্রতিকার চেয়ে একটি আবেদন করেন।
Related News
চার মামলায় খালাস পেলেন ‘শিশুবক্তা’ মাদানী
তেজগাঁও, মতিঝিল, পল্টন ও গাজীপুরের গাছা থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক চার মামলায়Read More
সিলেট সীমান্ত এলাকা থেকে এযাবৎকালে সবচেয়ে বড় চোরা”ই পণ্যের চালান জব্দ
সিলেট সীমান্ত এলাকা থেকে এযাবৎকালে সবচেয়ে বড় চোরাই পণ্যের চালান জব্দ করেছে টাস্কফোর্স। সোমবার (৫Read More