ভারতীয় শিবিরে দুঃসংবাদ

অ্যাডিলেড টেস্টে ৩৬ রানের লজ্জায় পড়ে যাওয়া ভারতীয় শিবিরে দুঃসংবাদ। সিরিজে ফেরা যেখানে চ্যালেঞ্জিং, সেখানে দলের তারকা পেসার মোহাম্মদ সামি চোটাক্রান্ত। সিরিজের পরের তিন টেস্টে তার খেলা অনিশ্চিত।
তবে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। চার ম্যাচ সিরিজের পরের তিন টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
৩০ বছর বয়সী এই পেসার যদি খেলতে না পারেন তাহলে তার পরিবর্তে কার্তিক ত্যাগি, টি নাটারাজন ও শারদুল ঠাকুররা দলে সুযোগ পেতে পরেন।
অ্যাডিলেড টেস্ট শেষেই ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, সামি তার ডান হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছে।
শুধু সামিই নন, পরের টেস্টে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির খেলাও অনিশ্চিত। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে অ্যাডিলেড টেস্ট শেষেই ভারতে ফেরার কথা কোহলির। তাকেও মিস করবে দল।
মোহাম্মদ সামি ভারতের হয়ে মাত্র ৫০ টেস্টে অংশ নিয়ে শিকার করেছেন ১৮০ উইকেট। ৭৯ ওয়ানডেতে তার শিকার ১৪৮ উইকেট। আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১২ ম্যাচে ১২ উইকেট নেন এই তারকা পেসার।
Related News

সিলেট জেলা দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ফুল দিয়ে বরণ করে নিলো হামজা চৌধুরীকে
সিলেট জেলা দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ফুল দিয়ে বরণ করে নিলো সিলেট এর সন্তানRead More

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রাফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেটRead More