রায়হানের শিশু কন্যাকে শীতের উপহার তুলে দিলেন এসএমপি কমিশনার

সিলেটের সকাল রিপোর্ট:সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদের ৪ মাস বয়সী কন্যা আলফাকে শীতের উপহার সামগ্রী প্রদান করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো: নিশারুল আরিফ। শনিবার দুপুরে রায়হানের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতকালে কমিশনার এ উপহার সামগ্রী তুলে দেন।
এসএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাক্ষাতকালে এসএমপি’র উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) তোফায়েল আহমেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, সাক্ষাতকালে রায়হান হত্যা মামলার সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।
গত ১০ অক্টোবর দিবাগত রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানের মৃত্যু হয়। এ ঘটনায় দিন রাতেই কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।
Related News

সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন পেয়েছে সিলেট ট্যুরিস্ট ক্লাব
সিলেটের ঐতিহ্যবাহী ভ্রমণ বিষয়ক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট ট্যুরিস্ট ক্লাব সরকারি নিবন্ধন পেয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশRead More

বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে রেইনবো ন্যাশন গঠন করবো, এম এ মালিক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ¦ এম এ মালিক বলেছেন, আওয়ামীRead More