৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে টুকেরবাজারে শ্রমিকদের সমাবেশ
সি.এন.জি চালিত অটোরিক্সায় গ্রীল সংযোজনের সিদ্ধান্ত বাতিল ও ব্যাটারি চালিত রিক্সা, অটোবাইক, মটর বাইক, মিশুক ও প্রাইভোট গাড়ি দ্বারা যাত্রী পরিবহণ বন্ধের দাবী সহ ৫ দফা দাবী বাস্তবায়নে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট- ৭০৭ এর উদ্যোগে গত ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে টুকেরবাজারস্থ পীরপুর ফরিদ উদ্দিন মার্কেটে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ এর সভাপতিত্বে ও জিন্দাবাজার মুক্তিযোদ্ধা শাখার অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সম্পাদক এম বরকত আলীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়া, সহ-সভাপতি, মোঃ আবুল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য মোঃ রাজা মিয়া, মোঃ লিটন আহমদ, মোঃ মুহিবুর রহমান অ্যাপল মোঃ সুজন মিয়া, জিন্দাবাজার মুক্তিযোদ্ধা উপ-পরিষদ শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শিবলী আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম আর মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ সালেহ আহমদ, সদস্য মোঃ নেছার আহমদ, মোহাম্মদ সমির আলি, মোঃ আবু তালেব, মোঃ জুনাব আলী, মোঃ কালা মিয়া, মোঃ আলমগীর মিয়া, মোঃ আকাব মিয়া, বাদাঘাট শাখার সাধারণ সম্পাদক তাজির আলী প্রমুখ। সমাবেশে বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গত ২ নভেম্বর সভায় জানানো হয় যৌক্তিক ৫ দফা দাবী অচিরেই বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা নেয়া হবে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়া হয়নি। এমনকি যৌক্তিক দাবিকে পাশ কাটিয়ে নতুন করে মিমাংসীত গ্রীল সংযোজনের বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গ্রীল লাগানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে সাধারণ শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ শ্রমিকদের কথা বিবেচনা করে ২০ ডিসেম্বরের মধ্যে ৫ দফা দাবী বাস্তবায়নের জোর দাবী জানানো হয়। নতুবা সিএনজি চালিত অটোরিক্সার কর্মরত ৪০ হাজার শ্রমিকরা আগামী ২১ ও ২২ ডিসেম্বর ৪৮ ঘন্টার কর্মবিরতি পালন করার হুশিয়ারী উচ্চারণ করেন। বক্তারা অনতিবিলম্বে ব্যাংক চালানকৃত অনটেস্ট গাড়িগুলোর প্রয়োজনীয় কাগজ দেয়ার দাবী জানান। নেতৃবৃন্দরা বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনের সম্মুখে অবাধে ব্যাটারি চালিত টমটম চলছে। প্রশাসনকে এসব টমটম বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More