সিলেটে ১০১ পিস ইয়াবাসহ আটককৃত শফিক কারাগারে

সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে র্যাবের অভিযানে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি শফিকুর রহমান শফিককে (৪৭) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শফিক সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন মরজাদ গ্রামের মোবাশ্বের আলীর ছেলে।
জালালাবাদ থানায়ইয়াবা উদ্ধারে মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) রাতে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল মদিনা মার্কেট এলাকা থেকে ইয়াবাসহ মাদক কারবারি শফিককে গ্রেফতার করেছে।
Related News

হ্নদরোগে আক্রান্ত আকবর আলীর শয্যাপাশে খন্দকার আব্দুল মুক্তাদির ও আব্দুল কাইয়ুম
সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাটখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলীকে দেখতেRead More

সিলেটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
সিলেটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আর্ত মানবতার বিমূর্তRead More