জেলা পরিষদ, সিলেট এর উদ্যোগে বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান
মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে জেলা পরিষদ, সিলেট এর পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান সিলেট মহানগর ও জেলা কমান্ড ইউনিটের বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সিলেট এর চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ লুৎফুর রহমান এডভোকেট, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক বীরপ্রতিক, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, সাবেক জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক সদর উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাজী ইরশাদ আলী।
জেলা পরিষদের সাটলিপিকার একেএম কামারুজ্জামান মাসুম এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদ সিলেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ।
অনুষ্ঠানে সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজজাহুরা রওশন জেবীন রুবা, শামীম আহমদ, মোহাম্মদ শাহানূরসহ পরিষদের সদস্য, মহানগর, জেলা কমান্ড ইউনিট এর বীরমুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তালিকা অনুযায়ী সিলেট মহানগর এর আওতাধীন ৯৭জন এবং জেলা কমান্ড ইউনিটের ২৯জন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More