Main Menu

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সিলেট সদর উপজেলায় প্রতিবাদ সভা

‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ স্লোগান নিয়ে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সিলেট সদর উপজেলা কর্মকর্তাবৃন্দের আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ এর পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের নিন্দা জানিয়ে বলেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুকে সকল সম্মানের উর্ধ্বে রাখতে হবে। জাতির পিতার অবমাননা হয় এমন কর্মকান্ড মেনে নেওয়া যায় না। সরকারি কর্মকর্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু বিচার এবং ভবিষ্যতে যাতে করে কেউ এ ধরনের দুঃসাহস দেখাতে না পারে এজন্য দেশবাসীকে সোচ্চার হতে হবে।

আয়োজিত সভায় বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শবনম শারমিন, জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহমদ, উপজেলা নির্বাচন অফিসার এমদাদুল ইসলাম, মাধ্যামিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানী মুজদার, প্রাথমিক শিক্ষা অফিসার নাহীদ পারভিন, প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরে উপজেলায় স্থাপিত বঙ্গবন্ধুর মোড়ালের সম্মূখে মানববন্ধনে অগ্রহণ করেন কর্মকর্তাবৃন্দ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *