সিলেটে করোনা শনাক্ত ২৯, মৃত্যু ১ জনের

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ২৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৩১ জন। আর এ সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস (কোভিড-১৯) রোগে আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে নতুন শনাক্ত ২৯ জনের মধ্যে ২৬ জন রোগীই সিলেট জেলায় বাসিন্দা। এদিন বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত না হলেও মৌলভীবাজার জেলায় ১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও দুইজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
এছাড়া একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া ৩১ জন রোগীর ২৭ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বাকি ৪ জন সুস্থ হয়েছেন সুনামগঞ্জ জেলায়। আর গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৪ হাজার ৬১৬ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৮ হাজার ৪৩৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪৬৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৯২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৪১ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৩ হাজার ৪০২ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৪৪ জন।
Related News

আল্লামা তাফহীমুল হকের মায়ের মাগফিরাত কামনায় জেলা দক্ষিণ যুব জমিয়ত দোয়া ও ইফতার মাহফিল
যুব জমিয়ত বাংলাদেশ এর সভাপতি শায়খুল হাদীস আল্লামা তাফহীমুল হকের মায়ের মাগফিরাত কামনায় যুব জমিয়তRead More

সিলেট লায়ন্স ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতp
সিলেট লায়ন্স ফাউন্ডেশন (এসএলএফ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সিলেটRead More