বোর্দোর বিপক্ষে নিজেদের মাঠে পয়েন্ট হারিয়েছে পিএসজি

বোর্দোর বিপক্ষে নিজেদের মাঠে পয়েন্ট হারিয়েছে পিএসজি। শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন নেইমার। মোইজে কিন পিএসজিকে এগিয়ে নেওয়ার পর বোর্দোর পয়েন্ট নিশ্চিত করেন ইয়াসিন আদলি।
লিগে পরপর দুই ম্যাচে পয়েন্ট হারাল শিরোপাধারীরা। টানা আট জয়ের পর গত সপ্তাহে মোনাকোর মাঠে ৩-২ গোলে হেরেছিল তারা।
ঘরের মাঠে দশম মিনিটে তিমোথি পেম্বেলের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে পিএসজি। প্রতিপক্ষের কর্নার হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান তরুণ এই ফরাসি ডিফেন্ডার।
২৭তম মিনিটে সফল স্পট-কিকে সমতা ফেরান নেইমার। লিগ ওয়ানে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটি ৫০তম গোল।
ডি-বক্সে তিনি নিজে ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি।
২৮তম মিনিটে নেইমারের জোরালো শট গোলরক্ষক ফেরানোর পর পেয়ে যান কিন, ফাঁকা জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে নেন তরুণ এই ইতালিয়ান ফরোয়ার্ড।
৬০তম মিনিটে সমতা ফেরায় সফরকারীরা। ডি-বক্সের মাথা থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন দুই মিনিট আগেই বদলি নামা ইয়াসিন।
শেষ ১০ মিনিটে দুই দলই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল একাধিকবার, কিন্তু কাজে লাগাতে পারেনি কেউই।
১২ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে বোর্দো।
Related News

আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন ৪০ রান করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হত
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন আরো অন্ততRead More

রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
বুধবার শুরু হয়েছে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম দিনেRead More