Main Menu

সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

মাহা-সিলেট জেলা প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯-২০ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার বিকালে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাফুফের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফ্যাশন হাউস মাহা’র স্বত্ত্বাধিকারী মাহি উদ্দিন আহমদ সেলিম।

তিনি বলেন, ‘সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে সব সময় ব্যস্ত থাকেন। চিত্তবিনোদনের সুযোগ তাদের কম। এর মধ্যেও সময় বের করে প্রতি বছর সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যরা নিজেদের মধ্যে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় জেলা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসবের আমেজ নিয়ে আসে। এ ধরনের প্রতিযোগিতায় সবসময় জেলা প্রেসক্লাবের সাথে থাকবো আমি, সাথে থাকবে মাহা।’

সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ওলিউর রহমান।

অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি সাত্তার আজাদ, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম সুজন, নুরুল ইসলাম, সুব্রত দাস, শাহীন আহমদ উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও জেলা প্রেসক্লাবের সদস্য রেজওয়ান আহমদ, জেলা প্রেসক্লাবের সদস্য মুকিত রহমানী, মঈন উদ্দিন, ওয়েছ খছরু, অপূর্ব শর্মা, বিলকিস আক্তার সুমি, এস সুটন সিংহ, এ এইচ আরিফ, আনন্দ সরকার, তালুকদার আনোয়ারুল ইসলাম পারভেজ, শফিকুর রহমান চৌধুরী, মাহমুদ হোসেন, রবি কিরণ সিংহ, মঞ্জুর হোসেন খান, মুজিবুর রহমান ডালিম, খলিলুর রহমান, আশরাফ চৌধুরী রাজু, নেহার রঞ্জন পুরকায়স্থ, আবু বকর, এনামুল কবীর, সুলতান আহমদ, ইয়াহইয়া মারুফ, রফিকুল ইসলাম কামাল, আব্দুল আহাদ, একরাম হোসেন, আনোয়ার হোসেন, রাহুল তালুকদার পাপ্পু, দিব্য জ্যোতি সী, ভবরঞ্জন মৈত্র বাপ্পা, মোখলেছুর রহমান ও নিজামুল হক লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

মাহা-সিলেট জেলা প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯-২০ এর ক্যারম এককে চ্যাম্পিয়ন হন মঈন উদ্দিন, রানার্সআপ হন মুকিত রহমানী, ক্যারম দ্বৈতে চ্যাম্পিয়ন হন মঈন উদ্দিন ও এ এইচ আরিফ। কলব্রিজ ইভেন্টে নেহার রঞ্জন পুরকায়স্থ ১ম, সুব্রত দাস ২য়, আনন্দ সরকার ৩য় এবং রফিকুল ইসলাম সুজন ৪র্থ হন। দাবায় চ্যাম্পিয়ন হন এ এইচ আরিফ, রানার্সআপ হন মো. আব্দুল আহাদ। সাপলুডু ইভেন্টে আজিজ আহমদ সেলিম ১ম, দিব্য জ্যোতি সী ২য়, শংকর দাস ৩য় এবং আবু বকর ৪র্থ হন। প্লেয়িং কার্ড-২৯ ইভেন্টে শাহ্ দিদার আলম নবেল ও নাসির উদ্দিন চ্যাম্পিয়ন এবং শফিকুর রহমান চৌধুরী ও আনন্দ সরকার রানার্সআপ হন। প্লেয়িং কার্ড ব্রে’তে শফিকুর রহমান চৌধুরী ১ম, নেহার রঞ্জন পুরকায়স্থ ২য়, শাহ্ দিদার আলম নবেল ৩য় এবং নাসির উদ্দিন ৪র্থ হন। গাফলায় রফিকুল ইসলাম কামাল ১ম, দিব্য জ্যোতি সী ২য়, ইমরান আহমদ ৩য় পুরস্কার পান।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *