শ্রীমঙ্গলে মাস্ক বিতরণ করলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি
মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত মাস্ক সপ্তাহ উপলক্ষ্যে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণের সামনে মাস্ক মঞ্চ পরিদর্শ করেছেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি প্রমুখ।
এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মাস্ক মঞ্চ থেকে সচেতনতামুলক দিক নির্দেশনার পাশাপাশি মাস্কবিহীন পথচারী, রিকশাচালক, বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রিদের মাঝে মাস্ক বিতরণ করেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। পাশাপাশি মাস্ক পরিধানকারীদের তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে সপ্তাহব্যাপী মাস্ক মঞ্চ থেকে দিনব্যাপী সচেতনতামুলক প্রচারণা ও বিনামুল্যে মাস্কবিহীনদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
Related News
চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতে ২ হাজার কেজি ইলিশ রপ্তানি
মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের কৈলাশহরে দুই হাজার কেজি ইলিশ রপ্তানি করাRead More
১৭০ টাকা মজুরি মেনেই কাল থেকে কাজে ফিরছেন চা শ্রমিকরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেছেন চা-বাগানRead More