দক্ষিণ সুরমা রেস্তোরাঁ মালিক সমিতির সভা: মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান

সিলেটের দক্ষিণ সুরমা রেস্তোরাঁ মালিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে কদমতলীস্থ সমিতির অস্থায়ী কার্যলয়ে সমিতির সভাপতি হাজী আব্দুস ছত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মো.বদরুল ইসলাম।
সভায় নিয়মিত আলোচনার পাশাপাশি করোনাকালীন স্বাস্থ্যবিধি মোতাবেক পরিস্কার পরিচ্ছন্নতা ও মাস্ক পরিধান করার আহবান মালিক, শ্রমিক ও কাস্টমারদের প্রতি। কারন বিশ্বব্যাপী বৈশ্বিক করোনা মহামারীর দ্বিতীয় ধাপে বাংলাদেশও শঙ্কিত। সরকার নানা ভাবে আমাদেরকে সচেতন ভাবে চলাফেরার নির্দেশনা প্রদান করছে। তাই রেস্তোরাঁ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখতে হবে।
আরোও উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি তারেক আহমদ, সহ সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আলী আশরাফ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাজা মিয়া, কোষাধ্যক্ষ মো. আব্দুল মালিক লস্কর, দপ্তর সম্পাদক ফারুক আহমদ, প্রচার সম্পাদক মো. আব্দুল কাদির, এমদাদ হোসেন, আলী মিয়া, জাহেদ মিয়া, টিপু আহমদ, সালেহ আহমদ, প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More