সাকিবের জন্য ‘গান ম্যান’ দিলো বিসিবি

সম্প্রতি ফেসবুকে হত্যার হুমকির পরিপ্রেক্ষিতে সাকিব আল হাসানের নিরাপত্তার জন্য একজন ‘গান ম্যান’ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাসা থেকে মিরপুর স্টেডিয়ামে আসা যাওয়ার সময় এই সশস্ত্র নিরাপত্তারক্ষী বিশ্বসেরা অলরাউন্ডারের সাথে থাকবেন । বুধবার বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন এ খবর জানিয়েছেন।
তিনি বলেন, সাকিব আল হাসানের নিরাপত্তার বিষয়ে সজাগ বিসিবিও। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে আমরা সাকিবের নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলেছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথেও। বিসিবির পক্ষ থেকে সাকিবকে একজন দেহরক্ষী দেয়া হয়েছে। তার বাসা থেকে মিরপুর মাঠে আসা যাওয়ার সময় ওই গান ম্যান সাকিবের সাথে থাকবেন।
সম্প্রতি কলকাতায় এক পূজা মণ্ডপ উদ্বোধনের ঘটনাকে কেন্দ্র করে বিতর্কে জড়ান সাকিব আল হাসান। এক যুবক ফেসবুক লাইভে এসে ছুরি হাতে সাকিবকে হত্যার হুমকি দেন। পরে সুনামগঞ্জ থেকে ওই যুবককে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
Related News

বাবর-রিজওয়ান ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান
পাঁচ তারকা ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান। গুঞ্জন সত্য করে দলে নেই বাবর আজম, মোহাম্মদRead More

জাতীয় উশু কোচেস ট্রেনিং কোর্স শেষে কোচের সনদপত্র অর্জন করলেন মো. আরিফ উদ্দিন ওলি
বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে জাতীয় উশু কোচেস ট্রেনিং কোর্স ২০২৫ লেবেল-০১ সফলভাবে সম্পন্ন করেছেন মার্শালটেরRead More