Monday, November 9th, 2020
ভারতে পালিয়ে যাওয়ার সময় আকবরকে সাদা পোশাকে গ্রেফতার করেছে পুলিশ
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যার ঘটনা্র প্রধান আসামি এসআই আকবর হোসেন ভূঁইয়ার গ্রেফতার নিয়ে প্রেস ব্রিফিং করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬টায় এক প্রেস ব্রিফিংয়ে এসপি ফরিদ উদ্দিন বলেন, আমরা রোববার ইনফরমেশন পেয়েছিলাম কানাইঘাট সীমান্ত দিয়ে সে পালিয়ে যেতে পারে। এজন্য আমরা সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছিলাম। বিশেষ করে এই টিমে নেতৃত্ব দেন কানাইঘাট ও জকিগঞ্জ থানার ওসিসহ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। পুলিশের আইজি ড. বেনজীর আহমেদের কথা উল্লেখ করে তিনি বলেন, স্যারের প্রত্যক্ষ নির্দেশ ছিল এ বিষয়ে। এছাড়াRead More
মুফতী আবুল কালাম জাকারিয়া (রহ.)’র জীবনচরিত গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা
জামেয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদ্রাসার মুহতামিম ফকিহুল মিল্লাত মুফতী আবুল কালাম জাকারিয়া (রহ.) এর জীবনচরিত গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৯ নভেম্বর) বাদ জোহর জামেয়া কনফারেন্স হলে জামেয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদ্রাসার নায়বে মুহতামিম হাফিজ মাওলানা আসাদ উদ্দিনের সভাপতিত্বে ও জামেয়ার শিক্ষক মাওলানা জুনাইদ কিয়ামপুরীর পরিচালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জামেয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদ্রাসার শিক্ষা সচিব ও মুহাদ্দিস মুফতী আতাউল হক জালালাবাদী, বিশ্বনাথ আমজাদ উল্লাহ কলেজের প্রফেসর দিলাওয়ার হোসেন। উপস্থিত ছিলেন ফখরুল ইসলামRead More
কানাইঘাট সীমান্ত ডোনা এলাকা থেকে এসআই আকবর হোসেন গ্রেফতার
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (বরখাস্ত) আকবর হোসেন ভূঁঞাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে কানাইঘাটের সীমান্তবর্তী ডোনা এলাকা থেকে তাঁকে জেলা পুলিশের একটি দল গ্রেফতার করে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভারতে পালানোর সময় তাঁকে দুপুর দেড়টার দিকে গ্রেফতার করা হয়। বিকেলে আকবরের গ্রেফতার বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তবে সীমান্ত এলাকার অন্য একটি সূত্র জানিয়েছে, পলাতক এস আই আকবর কানাইঘাটের ডোনা সীমান্তের ওপারে খাসিয়া পল্লিতে আত্মগোপনে ছিলো । সিমান্ত এলাকার খাসিয়ারা কৌশলে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠালে পুলিশRead More
বিশ্বে এ পর্যন্ত ৫ কোটিরও বেশি লোক কোভিড-১৯ এ আক্রান্ত
বিশ্বে এ পর্যন্ত ৫ কোটিরও বেশি লোক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য থেকে রোববার এ কথা জানা গেছে। সূত্র মতে, বিশ্বে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৫ কোটি ৫২ হাজার ২০৪ জন। মারা গেছে ১২ লাখ ৫২ হাজার ৪৭১ জন। সুস্থ হয়েছে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার ২৩৬ জন। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। এ সংখ্যা ৯৮ লাখ ৭৯ হাজার ৩২৩ জন। এরপরেই রয়েছে ভারতের অবস্থান। এ সংখ্যা ৮৫ লাখ ৭ হাজার ৭৫৪ জন। তৃতীয় অবস্থানে ব্রাজিল। ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ৫৩ হাজার ৫৬১Read More
হোয়াইট হাউসে প্রবেশের প্রথম ধাপের কাজ শুরু বাইডেনের, পরাজয় মানায় অস্বীকৃতি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন রোববার হোয়াইট হাউসে প্রবেশের প্রথম ধাপের কাজ শুরু করেছেন। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজয় মেনে নিতে এখনও অস্বীকৃতি জানিয়ে আসছেন। এমনকি নির্বাচনী ফলাফল নিয়ে সন্দেহ তৈরি করারও চেষ্টা চালাচ্ছেন। বিশ^ নেতৃবৃন্দ ও সমর্থকদের অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত জো বাইডেন এবং নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রানজিশান ওয়েবসাইট চালু করেছেন। ওয়েবসাইটটি হচ্ছে- BuildBackBetter.com এবং টুইটার ফিড হচ্ছে- @Transition46। এদিকে, ট্রাম্পের আইনজীবী রুডি গিলিয়ানি জানিয়েছেন, প্রেসিডেন্ট আগামী সপ্তাহে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। ভোট জালিয়াতির অনেক প্রমাণ তার হাতে রয়েছে বলে রুডি উল্লেখ করেন। কিন্তুRead More