সিলেট সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা সুনাফর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বসন্তরাগাঁও নিবাসী বীর মুক্তিযোদ্ধা সুনাফর আলী ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে স্টোক করে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী ২ ছেলে ও ১ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বেলা ২টায় বসন্তরাগাঁও গ্রামে জানাযা শেষে রাস্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়।
রাস্ট্রীয় মর্যাদা প্রদান করেন প্রজাতন্ত্রের পক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজসহ এসএমপির একদল পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ইর্শাদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা হানিফ আলীসহ দক্ষিণ সুরমা উপজেলারও কয়েকজন মুক্তিযোদ্ধা, জেলা যুবলীগ নেতা এসএম সায়েস্তা তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শামসুল হক, মোঃ ফয়জুল হক, সমুজ আলী, সানুর মিয়া, আমিন আহমদ প্রমূখ।
Related News

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ আকবর আলীকে সাউথ এশিয়ান এক্সিলেন্স এর অ্যাওয়ার্ড প্রদান
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃRead More

বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল বলেছেন, তোমরা যারা লেখা -পড়া করছেRead More