সিলেটে দুর্বৃত্তদের হামলায় কিশোর নিহত

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি জৈনপুর এলাকায় দুর্বৃত্তদের হামলায় এক কিশোর নিহত হয়েছেন। বুধবার ভোর ৫টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করে।
নিহত জহিরুল ইসলাম (১৬) সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার সিরাই গ্রামের নজরুল মিয়ার ছেলে। বর্তমানে তারা কদমতলী জেসমিন ভিলায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করছেন।
জানা যায়, গত সোমবার সন্ধ্যা ৬টায় জৈনপুরে কিছু দুর্বৃত্তরা জহিরুল ইসলামের উপর হামলা চালায়। দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে পুরো শরীর রক্তাক্ত জখম করে। চোখ উপড়ে ফেলে গুরুতর আহত করলে অজ্ঞান হয়ে মাটিয়ে পড়ে যান জহিরুল। এসময় হামলাকারীরা তাকে মৃত ভেবে চলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত জহিরুল ইসলামের বড় ভাই দ্বীন ইসলাম সিলেট জানান গত সোমবার রাকিব ও ফখরুল নামে দুই ব্যক্তি আমার ভাইকে খোঁজেছিল। কারণ জানতে চাইলে তারা বলেছিল- তোর ভাইকে পেলে আমরা দেখে নেবো। ওই দিন সন্ধ্যায় রংমিস্ত্রি কাজ থেকে বাড়িতে ফেরার পর জহিরুল গ্রামেই একটু ঘুরতে যান। এর কিছুক্ষণ পর তারা খবর পান, কে বা কারা তার ভাইয়ের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেন। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল মারা যান।
এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান দ্বীন ইসলাম।
Related News

মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুতRead More

ওসির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, দক্ষিণ সুরমায় জুলাই যোদ্ধার পরিবারকে হত্যার হুমকি আওয়ামী লীগ নেতার
দক্ষিণ সুরমার মোল্লারগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলুর বিরুদ্ধে জুলাই যোদ্ধা পরিবারকেRead More