হাজী আব্দুস সাত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন ফারুক আহমদ

সিলেট সদর উপজেলার টুকেরবাজার হাজী আব্দুস সাত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমদ। আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় ম্যানেজিং কমিটির এক সভা শেষে তাঁর হাতে স্থায়ী নিয়োগপত্র তুলে দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- কমিটির সদস্য নেওয়াজ উদ্দিন, সিনিয়র শিক্ষক আব্দুস শুকুর, সিনিয়র শিক্ষক জুনায়েদ খোরাসানী, একেএম ইকবাল, হাজী মো. শফিকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন নিয়োগ প্রক্রিয়াকালিন ভারপ্রাপ্তের চলতি দায়িত্বে থাকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু হেলাল মো. বিলাল।
নতুন প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া মোঃ ফারুক আহমদ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি সকলের সহযোগিতা প্রত্যাশি। আমি যাতে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিদান দিতে পারি এবং বিদ্যালয়কে সুনামের সাথে পরিচালনা করতে পারি তার জন্য তিনি এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া আগামী ১ নভেম্বর থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলেও জানান।
Related News

শাবির ভর্তি পরীক্ষার ফলাফল ৯ মার্চ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ৯ মার্চ প্রকাশ করাRead More

নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমRead More