সিলেটের এমসি কলেজে গণধর্ষণ: অস্ত্র মামলায় রনি ৩ দিনের রিমান্ডে

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূ গণধর্ষণ মামলার এজাহারের দ্বিতীয় আসামি মাহবুবুর রহমান রনিকে ঘটনার দিন রাতে অস্ত্র উদ্ধারের মামরায় ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) তাকে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে হাজির করে ৪ দিনের রিমান্ড চাওয়া হয়।
পরে আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ৮ অক্টোবর অস্ত্র মামলায় গণধর্ষণের প্রধান আসামী ছাত্রলীগ নেতা সাইফুর রহমানকেও ৩ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। ঘটনার দিন রাতে ছাত্রাবাসে সাইফুরের কক্ষ থেকেই আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে পুলিশ।
পরদিন শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ বাদী হয়ে ছাত্রলীগ নেতা এম সাইফুর রহমানকে (২৮) আসামি করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে।
Related News

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান মিললো আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ফের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশRead More

মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুতRead More