সিলেটের এমসি কলেজে গণধর্ষণ: অস্ত্র মামলায় রনি ৩ দিনের রিমান্ডে
সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূ গণধর্ষণ মামলার এজাহারের দ্বিতীয় আসামি মাহবুবুর রহমান রনিকে ঘটনার দিন রাতে অস্ত্র উদ্ধারের মামরায় ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) তাকে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে হাজির করে ৪ দিনের রিমান্ড চাওয়া হয়।
পরে আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ৮ অক্টোবর অস্ত্র মামলায় গণধর্ষণের প্রধান আসামী ছাত্রলীগ নেতা সাইফুর রহমানকেও ৩ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। ঘটনার দিন রাতে ছাত্রাবাসে সাইফুরের কক্ষ থেকেই আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে পুলিশ।
পরদিন শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ বাদী হয়ে ছাত্রলীগ নেতা এম সাইফুর রহমানকে (২৮) আসামি করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে।
Related News
চার মামলায় খালাস পেলেন ‘শিশুবক্তা’ মাদানী
তেজগাঁও, মতিঝিল, পল্টন ও গাজীপুরের গাছা থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক চার মামলায়Read More
সিলেট সীমান্ত এলাকা থেকে এযাবৎকালে সবচেয়ে বড় চোরা”ই পণ্যের চালান জব্দ
সিলেট সীমান্ত এলাকা থেকে এযাবৎকালে সবচেয়ে বড় চোরাই পণ্যের চালান জব্দ করেছে টাস্কফোর্স। সোমবার (৫Read More