শেখ রাসেলের জন্মদিনে মহানগর আ.লীগের মিলাদ-দোয়া
প্রধানমন্ত্রী কনিষ্ঠ ভাই ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসাবে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যেগে রোববার বাদ আছর শাহজালাল দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিল শেষে শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও পুলিশি নির্যাতনে নিহত রায়হানের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা এডভোকেট রাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, নুরুল ইসলাম পুতুল, আব্দুর রহমান জামিল, জোবের খান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, এড. সৈয়দ শামীম আহমদ, বিধান কুমার সাহা, জামাল চৌদুরী, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, নজমূল ইসলাম এহিয়া, জাফর চৌধুরী, মহি উদ্দিন, আজম খান, প্রদীপ পুরকায়স্থ, আজিজুল হক, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমূল আলম রোমেন, আ.লীগ নেতা আবুল মহসিন চৌধুরী মাসুদ, সাব্বির খান, এমরুল হাসান, মো. শাহাজাহান, রাহাত তরফদার, সেলিম আহমদ সেলিম, খন্দকার মহসিন কামরান, খলিলুর রহমান, রকিবুল ঝলক, লিপন বক্স, সুয়েদ আহমদ সুহেদ, সুয়েভ আহমদ, কামাল আহমদ, জাহিদ সারওয়ার সবুজ, মুক্তার খান, কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, অমিতাব চক্রবর্তী রনি, জুমাদিল আহমদ, আবুল আজীম জুনেল, মো. সাইফুল আলম স্বপন, মাহফুজ চৌধুরী জয়, সাইফুর রহমান খোকন, খলিলুর রহমান বেলাল, ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জুনদ আহমদ, মুফতি আব্দুল খাবির, তাজ আহমদ লিটন, মাওলানা ওয়ারিছ মিয়া, সুয়েব বাছিত, কুতুব উদ্দিন, মুহিবুর হরমান ছাবু, মো. জাহিদ খান সায়েক, হাজী মো. ছিদ্দক আলী, এড. মোস্তফা দেলাওয়ার আজহার, জালাল উদ্দন শাবুল, শক সুরুজ আলম, সালাই বক্স, মো. বদরুল ইসলাম বদরু, মাহবুবুর রহমান মবু, মো. মানিক মিয়া, মাও. সুনা মিয়া, সিরাজুল ইসলাম শামীম, আহমদ হান্নান, দেলওয়ার হোসেন রাজা, মেহবুব হোসেন, বদরুল হোসেন, মো. ফজলে রাব্বী চৌধুরী মাছুম, শেখ সোহেল আহমদ কবির, সেলিম আহমদ সেমিম, মাও. নিজাম উদ্দিন ইরান, মাওলনা ছয়েফ খান প্রমুখ।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More