ছিনতাইকারী সন্দেহে সিলেট নগরীতে যুবককে পিটিয়ে হত্যা
সিলেট নগরীর কাস্টঘর এলাকায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রায়হান আহমদ। তিনি নগরীর আখালিয়াস্থ নেহারিপাড়া এলাকার বাসিন্দা।
রোববার (১১ অক্টোবর) ভোরে কাস্টঘর এলাকায় এ ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেন এসএমপি পুলিশের মুখপাত্র জ্যোতির্ময় সরকার।
ছিনতাইকালে স্থানীয় জনতা তাকে গণপিটুনি দিয়ে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ। নিহত রায়হানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
জ্যোতির্ময় সরকার জানান, ভোরে নগরীর কাস্টঘর এলাকায় ছিনতাইয়েরকালে রায়হান আহমদকে আটক করে স্থানীয়রা। পরে স্থানীয়রা তাকে পিটুনি দিতে শুরু করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তার মৃত্যু হয়।
এদিকে নিহত রায়হান আহমেদের নামে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
Related News
জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গেদন মেম্বার গ্রেফতার
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ৮নং ওয়ার্ড এর বর্তমানRead More
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More

