এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের মামলায় আদালতে রনি-রাজন ও আইনুদ্দিন
এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে নিয়ে আসা হয়েছে মামলার ৩ আসামীকে। ৫ দিনের রিমান্ড শেষে শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টায় ধর্ষণ মামলার আসামী মুহিবুর রহমান রনি, রাজন ও আইনুদ্দিনকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াদুর রহমানের আদালতে হাজির করা হয়। জবানবন্দি আদায়ের আগে তাদের প্রত্যেককে রিফ্রেশমেন্টের জন্য প্রায় ৩ ঘণ্টা সময় দেয়া হয়। এরপর একেক জনকে আলাদাভাবে পৃথক পৃথক আদালতে নেয়া হয়।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। স্বামীর কাছ থেকে ওই তরুণীকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে বেঁধে রাখা হয়। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও ২/৩ তিনজনকে আসামি করা হয়।
Related News
কান্দিগাঁও ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের সচিব
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকারRead More
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান মিললো আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ফের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশRead More

