রাগীব রাবেয়া মেডিকেল পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য অফিসের পরিদর্শক দল

জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অফিসের পরিদর্শক দল।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ) ডা. সুলতানা রাজিয়ার নেতৃত্বে পরিদর্শক দলের অন্যান্য সদস্যরা হলেন, সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের সহকারী পরিচালক ডা. মো. আনিসুর রহমান, ওসমানী মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুল কাদির, প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. অজয় রায় চৌধুরী, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শামীম আহমেদ, বিভাগীয় স্বাস্থ্য অফিসের মেডিকেল অফিসার ডা. জুমানা জলিল।
পরিদর্শক দল অত্র প্রতিষ্ঠানে পৌছলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন এর নেতৃত্বে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ.কে.এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. তারেক আজাদ সহ প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ও চিকিৎসকবৃন্দ তাদেরকে স্বাগত জানান।
পরে পরিদর্শক দল কলেজের কনফারেন্স রুমে আয়োজিত ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন। পরিদর্শক দল কলেজ ও হাসপাতালের অবকাঠামোগত সুযোগ সুবিধাসহ বিভিন্ন বিভাগে অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি, রোগীদের উপস্থিতির হার, সর্বোপরী চিকিৎসা সেবার বিদ্যমান সুযোগ সুবিধা এবং কলেজের শিক্ষার পারিপার্শ্বিক অবস্থা ও সুষ্ঠ পরিবেশ দেখে ভূয়সী প্রশংসা করেন।
Related News

পরিবেশ ছাড়পত্র নবায়নের দাবিতে সিলেটের বিভাগীয় কমিশনার বরাবর সিলেট বিভাগ ইট প্রস্তুতকারক মালিক গ্রুপের স্মারকলিপি
ইটভাটা ব্যবসা পরিচালনার জন্য পরিবেশ ছাড়পত্র নবায়নের দাবিতে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উনRead More

রোটারি ক্লাব সিলেট পাইওনিয়ার এর বার্ষিক সম্মাননা প্রদান
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ার এর উদ্যোগে বার্ষিক সম্মাননা প্রদান ও পিকনিক অনুষ্ঠান ২০২৪—২৫অনুষ্ঠিত হয়েছে।Read More