ট্যুরিজম ডেভেলপার এসোসিয়েশন অব সিলেট’র কমিটি গঠন

সিলেট অঞ্চলের পর্যটন শিল্পকে বিশ্বে তুলের ধরার পাশাপাশি এই শিল্পের উৎকর্ষ সাধনের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে নতুন মাত্রার সংগঠন ‘ট্যুরিজম ডেভেলপার এসোসিয়েশন অব সিলেট – টিডাস’।
বুধবার রাতে স্থানীয় এক হোটেলে পর্যটন শিল্পের প্রতিকৃত ডা. জাকারিয়া হোসেনকে সভাপতি করে টিডাস-এর দু’বছরের জন্য প্রথম কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হচ্ছেন, সহ-সভাপতি খন্দকার সিপার আহমদ, ফালাহ উদ্দিন আলী আহমদ, ইকরামুল কবির, আহমেদ নূর, মো. ফকরুজ্জামান ও মোতাহার হোসেন বাবুল। পরিচালক (অপারেশন ও ফাইন্যান্স) জহিরুল কবির চৌধুরী শিরু, পরিচালক (ইন্টারন্যাশনাল এফেয়ার) মো. খতিবুর রহমান, পরিচালক (লিগ্যাল মেটার্স) অ্যাডভোকেট মইন উদ্দিন মঞ্জু, পরিচালক (ট্রেড অ্যান্ড ফেয়ার) শান্ত দেব এবং পরিচালক (মিডিয়া) শাহ দিদার আলম চৌধুরী নোবেল।
Related News

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে: খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশটাকে ধ্বংস করার জন্যRead More