টুকেরগাঁও, গৌরিপুর ও নোয়াগাঁও-হিন্দু পাড়াকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত

সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিতকরনে শহরতলীর টুকেরগাঁও, গৌরিপুর ও নোয়াগাঁও-হিন্দু পাড়াকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দাবী বাস্তবায়ন পরিষদ। এতে দলমতের উর্ধে উঠে কাজ করার আহবান জানান বক্তারা।
বুধবার ( ৮ সেপ্টেম্বর ) রাত সাড়ে ৮ টায় পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এলাকার প্রবীণ মুরব্বী দাবী বাস্তবায়ন পরিষদের আহবায়ক আবু ঈসা মিয়ার সভাপতিত্বে ও বাস্তবায়ন পরিষদের আহবায়ক সদস্য সচিব এডভোকেট ফারুক আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল মালেক, কাজী জুনেদ আহমদ, মাষ্টার আব্দুল করিম, বদরুল ইসলাম, ডাঃ এ এ এম শিহাব উদ্দিন, শিক্ষক মাছুম আহমদ, মোতাওয়াল্লী মোঃ আলী আহমদ, মহিউদ্দিন, মোঃ শাহজাহান, কয়েস আহমদ, কবির আহমদ, ছানা চন্দ, আব্দুস সালাম, অনিল চন্দ, আদিল হোসেন, মোঃ সালাম, আব্দুর রহিম, রবি চন্দ, শীতল চন্দ, আজির মিয়া, মাছুম আহমদ, ইকবাল হোসেন, আহমেদ মাসুম, আহমদ শিবলী, দুলাল আহমদ, রানা চন্দ, আলী আহমদ শেহনাজ, মো; জাহাঙ্গীর, রুমেল আহমদ প্রমূখ।
উল্লেখ্য ইতো পূর্বে দাবী বাস্তবায়ন পরিষদের উদ্যোগে টুকেরবাজারে মানববন্ধন, সিলেটের প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা তুলে ধরে অনুরোধ করা হয়েছে।
Related News

জলবায়ু সচেতনতা বিষয়ে সামাজিক উদ্যোগ গ্রহণে অগ্রণী- ‘ক্লাইমেট এ্যাকশন গ্রুপ’কে সম্মাননা প্রদান
বিল্ডিং এজেন্সি অব ইয়ুথ ইন ক্লাইমেট এ্যাকশন প্রকল্পের অধিনে জলবায়ু সচেতনতা বিষয়ে সামাজিক উদ্যোগ গ্রহণেRead More

নগরীতে ১৭ পরগনার মুরব্বিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত
পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী ১৭ পরগনার মুরুব্বিদের সম্মানে ইফতার মাহফিল সিলেট নগরের মিরাবাজারে অনুষ্ঠিত হয়েছে। গতকালRead More