প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা জাহেদ আহমদের শুভেচ্ছা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাদিমনগর ইউনিয়নসহ সদর উপজেলাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপি নেতা জাহেদ আহমদ।
তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচির সফলতা কামনা করেছেন। তিনি বলেন, আজ ১লা সেপ্টেম্বর। বাংলাদেশের জন্যে একটি ঐতিহাসিক দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন।
১৯৮১ সালের ৩০ মে সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান শাহাদাত বরণকরেন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তাঁরই সু-যোগ্য সহধর্মিণী দেশনেত্রী খালেদা জিয়া। পরবর্তীতে বেগম জিয়া এদেশের আপামর জনতার ভোটে ৩ বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। এবং দেশের উন্নয়নে গুরুত্ব পুণ্য অবদান রেখেছিলেন।
জাহেদ আহমদ বলেন ‘বর্তমান দেশ ও জনগনের দুঃসময়ে দলকে সংগঠিত করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের হোক অঙ্গীকার।
প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল স্থরের নেতা কর্মীদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা।
Related News
সোনাতলা বাজারে খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে ধানের শীষের লিফলেট বিতরণ
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপিরRead More
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের “অনুষ্ঠান ও বার্তা’র মানোন্নয়ন” বিষয়ে সেমিনার
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে “অনুষ্ঠান ও বার্তার মানোন্নয়ন” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “বেতারRead More

