বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন শাহজামাল নূরুল হুদা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজামাল নূরুল হুদা।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান শাহাদাত বরণকরেন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তাঁরই সহধর্মিণী খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া এদেশে ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ও তার পরিবার আজ সবচেয়ে বেশী নির্যাতিত।
শাহজামাল নূরুল হুদা বলেন ‘বর্তমান দুঃসময়ে জনগণকে সংগঠিত করার কোনো বিকল্প নেই। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলকে আরও গতিশীল করার ক্ষেত্রে সকলকে মনেপ্রাণে কাজ করার আহ্বান জানাই।’
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শাহজামাল নূরুল হুদা সকলকে আবারও শুভেচ্ছা জানান।
Related News

বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় পায় না: শাম্মি আক্তার
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি কারো রক্তচক্ষুকে ভয়Read More
নারীদের অধিকার রক্ষা ও সামাজিক অবস্থান সুদৃঢ় করতে কাজ করছে বিএনপি: ইমদাদ চৌধুরী
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময়ই নারীদেরRead More