ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের বৃক্ষরোপন কর্মসূচী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বৃহত্তর সিলেটের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ক্রীড়ামূলক সংগঠন ফ্রেন্ডস পাওয়ার ক্লাব ২নং ওয়ার্ড শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
২নং ওয়ার্ডের আহ্বায়ক দ্বীপ দাস অয়নের সভাপতিত্বে ও সদস্য সচিব পল্লব দাসের পরিচালনায় বৃক্ষরোপনে এসময় উপস্থিত ছিলেন, স্কুলের হেলথ ক্লিনিকের কর্মরত ডাক্তার মো. সোহেল, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রকি দেব, সাধারন সম্পাদক অমর চন্দ্র দাস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. তাহের হোসাইন, সিলেট জেলা কমিটির আহ্বায়ক রঞ্জন দাস, সদস্য সচিব রক্তিম দাস, মহানগর কমিটির আহ্বায়ক জয় দেব বিশ্বাস, সদস্য সচিব টিটন দাস, কোতোয়ালী থানা কমিটির সদস্য বিশাল পাল, ১০নং ওয়ার্ডের সদস্য সচিব আব্দুল আজিজ, ১৬নং ওয়ার্ডের আহ্বায়ক শুভ দেবনাথ, সদস্য সচিব সৃজন মোদক, সদস্য বিনায়ক কর, রিফাত আহমদ, শাওন চন্দ্র, ১৪নং ওয়ার্ডের সদস্য সাগর দাস, ২নং ওয়ার্ডের সদস্য অরূপ দাস, নাহিদ হাসান প্রমুখ।
Related News

সিলেট বৌদ্ধ বিহারে দিনব্যাপী বুদ্ধ পূর্ণিমা উদযাপন
“হিংসা, বিদ্বেষ, লোভ, মোহ পরিহার করে মানুষের প্রতি মানুষের ভালোবাসা। এটাই বুদ্ধের প্রকৃত শিক্ষা” সিলেটRead More

সদরের চানপুরে নদী ভাঙ্গন পরিদর্শনে খন্দকার মুক্তাদির, অনতিবিলম্বে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান
সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চানপুর গ্রামে নদী ভাঙ্গন পরিদর্শনে গিয়ে বিএনপির চেয়ারপার্সনেরRead More