২৪ ঘণ্টায় দেশে আরো ৫৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫১৯

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৫১৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন। এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪০৮২ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ৩ লাখ ২ হাজার ১৪৭ জন।
গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭০ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৬দশমিক ৭২ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে১৪ লাখ ৮৫ হাজার ২৬১ টি।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন। নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৯ জন এবং নারী ১৫ জন। আর এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৯ জন ও বাড়ীতে ৫ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই পুরুষ। সূত্র : বিবিসি
Related News

আগস্ট থেকে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা
আগামী আগস্ট মাস থেকে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।Read More

চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর গাছ লাগাতে হবে : পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশে চলমানRead More