সিলেট অঞ্চলের ৬টি উন্নয়ন প্রকল্পের মেয়াদ বেড়েছে আরোও ১ বছর
সিলেট অঞ্চলের ৬টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের মেয়াদ এক বছর বৃদ্ধি পেয়েছে। এই প্রকল্পগুলো ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পগুলো সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় বাস্তবায় করা হচ্ছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেলেও ব্যয় বৃদ্ধি করা হয়নি।
অবশ্য শুধু সিলেটের এই ৬ প্রকল্পই নয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সারা দেশে ৭১টি প্রকল্পের মেয়াদ কোনো ব্যয় বৃদ্ধি ছাড়াই বর্ধিত করেছে মন্ত্রণালয়।
সিলেট অঞ্চলের যেসব প্রকল্পের মেয়াদ বেড়েছে, সেগুলো হলো- সিলেট জোনের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, সিলেট জোনের জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, সিলেট-সুনামগঞ্জ সড়ক উন্নয়ন, সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়াররাবাজার সড়কের ছাতকে সুরমা নদীর উপর সেতুর অবশিষ্ট কাজ সমাপ্তকরণ, সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর-রাণীগঞ্জ-আউশকান্দি মহাসড়কের রাণীগঞ্জে কুশিয়ারা নদীর উপর সেতু নির্মাণ এবং পাগলা-জগন্নাথপুর-রাণীগঞ্জ-আউশকান্দি সড়কে ক্ষতিগ্রস্ত সাতটি সেতু নির্মাণ।
Related News
স্বেচ্ছাসেবক দল নেতা রুমেল আহমদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দল নেতা মরহুম রুমেল আহমদ এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ১৫Read More
যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও সংগঠক ময়নুল হক চৌধুরী হেলালকে ওসমানী বিমানবন্দর সংবর্ধনা
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সিলেট—নিউইয়র্ক মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ওRead More

