ভিয়েনায় বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ অনুষ্ঠিত

স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত হলো ‘বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০’ ।
ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের উদ্যোগে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের অংশ হিসাবে ভিয়েনার সাবরান ক্রিকেট গ্রাউন্ডে ২ ও ১০ আগস্ট এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার সহযোগিতায় এই টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় বৃহত্তর নোয়াখালী কিংস ৩৮ রানে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলােদেশর রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত মাঠে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপেভাগ ও পুরস্কার বিতরণ করেন।
এছাড়াও, ফাইনাল খেলা দেখতে বাংলাদেশ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সামািজক, সাংস্কৃতিক ও আঞ্চিলক সংগঠনের নেতৃবৃন্দসহ উল্লেখযোগ্য সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
Related News

রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
বুধবার শুরু হয়েছে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম দিনেRead More

পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে টস হেরেRead More