সিলেটের চেঙ্গেরখাল নদীর আলীনগর পালপুর এলাকা থেকে চাঁদাবাজ আটক

সিলেট সদর উপজেলার জালালাদ ইউনিয়নের চেঙ্গেরখাল নদীতে এক চাঁদাবাজকে আটক করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) সন্ধার দিকে সিলেট সদরের জালাবাদ ইউনিয়নের আলীনগর পালপুর এলাকা থেকে শিবেরবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ জুবায়ের খানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সাইফুল ইসলাম নামের এক চাদাবাজিকে আটক করা হয়েছে।
শিবেরবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ জুবায়ের খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
আটক সাইফুল ইসলাম (৪৮) উপজেলার জালালাদ ইউনিয়নের আলীনগর পালপুর গ্রামের কামাল উদ্দিনের পুত্র। সে চাদাবাজ চক্রকের সক্রিয় সদস্য বলে জানাগেছে তার সাথে আরোও চাদাবাজ সদস্যরাও রয়েছে। স্থানীয়দের অভিযোগ, চাঁদাবাজ দিনে ও রাতে নৌকায় চড়ে চেঙ্গের গাল নদী ঘুরে বেড়ায়। এ সময় তাদের সাথে মারাত্মক দেশীয় অস্ত্র ছাড়াও অবৈধ আগ্নেয়াস্ত্রও থাকে। চেঙ্গের খাল নদী দিয়ে বালু ও পাথরবাহী নৌকা, ইঞ্জিন নৌকা ও বলগেট থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে তারা। নৌকা, ইঞ্জিন নৌকা ও বলগেটের আকার ও পরিমাপ হিসেবে প্রত্যেকটি হতে ১ হাজার থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত জোর করে চাঁদা আদায় করে থাকে। চাঁদা না দিলে মারপিট ও নির্যাতন করে এবং নৌকা বলগেট ডুবিয়ে দেয়ার ও প্রাণে মারার হুমকি দেয়। বাধ্য হয়ে চাঁদা দিয়ে এলাকাধীন নদী অতিক্রম করতে হয় পাথর-বালুবাহী নৌযানগুলোকে।
Related News

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More

জকিগঞ্জে বিপুল পরিমাণের মা দ কসহ একজন পুলিশের জালে
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।Read More