জালালাবাদে খাদ্যসামগ্রী বিতরণঃ সংকটকালীন সময়ে মানুষের সাহায্যে এগিয়ে আসুন: নাদেল
মোমেন ফাউন্ডেশনের উদ্যোগে ও সামসুল হক হাবিবির সহযোগিতায় ১নং জালালাবাদ ইউনিয়নের কুরিরগাঁও বাজার ও আলী নগরে শুক্রবার (৩১ জুলাই) ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হয়ে ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
এসময় তিনি বলেন, করোনা ভাইরাসের কারনে বিশ্বের সকল মানুষ আজ আতঙ্কিত। অনেকে ঘরবন্দির মধ্যে রয়েছেন। আর তার উপর বন্যায় মানুষ পানিবন্দী। আর এসব মানুষকে প্রতিনিয়ত অনেক সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মোমেন ফাউন্ডেশন এর মধ্যে অন্যতম। করোনার এই সংকটকালীন সময়ে বর্তমান সরকারের পাশাপাশি মোমেন ফাউন্ডেশন তাদের সহযোগিতা কার্যক্রম অব্যাহত রেখেছেন। যুক্তরাজ্য প্রবাসী সামসুল হক হাবিবির সহযোগিতার জন্যও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে এই সংকটকালীন সময়ে দেশের সকল মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি তিনি ঈদুল আযহায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জালালাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিক মিয়া, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আশক আলী, পররাষ্টমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আবুল হোসেন, ইউপি সদস্য মুহিত আলম শফিক, গেদন মিয়া, মোন্তকা আহমদ, মুজাহিদ মিয়া, মুক্তিযোদ্ধা বুরহান উদ্দিন, জালালাবাদ থানা ছাত্রলীগের সভাপতি আলী বাহার, সদর উপজেলা যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, নুরুল হক, সিরাজ উদ্দিন, ইমাম উদ্দিন, আব্দুল কাদির, আনোয়ার মিয়া, ছাত্রলীগ নেতা কে. এম. রব্বানী প্রমুখ।
Related News
গণভোট ও নির্বাচনে জনসচেতনতা সৃষ্টিতে সিলেট বেতারের কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠিত
গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বাড়াতে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আয়োজনেRead More
হেলাল চৌধুরী ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন প্রায় এক হাজার মানুষ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামে হেলাল চৌধুরী ফাউন্ডেশন (ইউএসএ)-এর উদ্যোগে সোমবার (২৬Read More

