পেঁপের ভিতরে ইয়াবা
অভিনব কায়দায় পেঁপের ভিতরে অভিনব পন্থায় ইয়াবা পাচারকালে সাড়ে চার হাজার ইয়াবাসহ দু’জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার উখিয়া থানা পুলিশ ইয়াবা পাচারকারী দু’জনকে আটক করে। উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মর্জু বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার আলী মদনের ছেলে আব্দুর রহিম (২৪) এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া কুলাল পাড়া এলাকার আব্দুল হাকিমের কন্যা ও নুরুল বশরের স্ত্রী ইয়াছমিন আক্তার প্রকাশ রেহেনা (২৭)।
ওসি মর্জিনা আক্তার মর্জু আরো জানান, গোপন সূত্রে খবর পেয়ে উখিয়া থানার এএসআই মোঃ শাহ আলম ও এএসআই ফখরুল ইসলাম অভিযান চালিয়ে তাদর আটক করতে সক্ষম হন। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি মর্জিনা আক্তার মর্জু গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি মাদক ব্যবসায়ীদের হুশিয়ারি বাক্য উচ্চারণ করে বলেন, এখন নানা প্রতারণা, অভিনব পন্থায় আইনের চোখকে ফাঁকি দিয়ে মাদক পাচারের দিন শেষ। তারা দেশ জাতির শত্রু। অতি শিগগিরই ওয়ার্ড পর্যায়ে সাড়াশি অভিযান শুরু হবে। তিনি মাদকমুক্ত উখিয়া গড়তে সবার সহযোগিতা কামনা করেন।
Related News
কান্দিগাঁও ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের সচিব
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকারRead More
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান মিললো আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ফের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশRead More

