বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে জীবাণুনাশক টানেল উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী
 
			করোনাভাইরাসের সংক্রমণরোধে সিলেট মহানগরীসহ দেশবাসীকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার বিশেষ অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি।
পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, করোনা মোকাবেলায় সরকার ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগকে স্বাগত জানান। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা বর্তমান এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে সক্ষম হবো।
শুক্রবার (১০ জুলাই) বাদ জুমা সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ বন্দরবাজারে তিনটি জীবাণুনাশক টানেলের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জীবাণুনাশক টানেল তিনটি পররাষ্ট্রমন্ত্রীর পরামর্শক্রমে ক্যাপ ফাউন্ডেশন এর উদ্যোগে স্থাপিত হয়। এজন্য ক্যাপ ফাউন্ডেশনকে পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানান।
এতে মোনাজাত পরিচালনা করেন সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আবু হুরায়রা নোমান।
পরে মসজিদ কর্তৃপক্ষের কাছে টানেলগুলো তুলে দেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ ক্যাপ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ক্যাপ ফাউন্ডেশনের লিগ্যাল এডভাইজার ব্যারিষ্টার মঈনুল ইসলাম, প্রোজেক্ট কো-অর্ডিনেটর, মোঃ দেলোয়ার হোসেন, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লি মোহাম্মদ নাজমুল হোসেন, সদস্য, মো. রেজা চৌধুরী, আনোয়ার হোসেন, ডাক্তার হেলাল আহমদ, আব্দুল করিম প্রমূখ।
Related News
 
	সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত: হাইকোর্টের রুল জারি 
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন (SDFRA)-এর ২০২৫–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রক্রিয়া ছয়Read More
 
	সোনাতলা বাজারে খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে ধানের শীষের লিফলেট বিতরণ
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপিরRead More

