Main Menu

ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়া অপু করোনায় আক্রান্ত

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন জাতীয় দলের তারকা স্পিনার নাজমুল ইসলাম অপু। সরকারি ছুটিতে কাজ হারিয়ে বিপদে পড়ে যাওয়া শ্রমজীবী মানুষকে খাবার পৌঁছে দিয়েছেন এই ক্রিকেটার। তার নিজ হাতে খাবার প্যাকেট করার দৃশ্য সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছিল। সেই নাজমুল ইসলাম অপু এবার করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি বলেন, ‘গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলাম। ওখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। বুধবার করোনা পরীক্ষা করিয়েছি। আজ দুপুরেই রেজাল্ট পেয়েছি। পজিটিভ এসেছে। এখন বাসায় আলাদা রুমে আছি।’

বাংলাদেশের ক্রিকেটে ‘নাগিন নাচ’ এর জন্য বিখ্যাত হয়ে আছেন অপু। যদিও তার এই নাচ নেচে ক্রিকেটবিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিলেন মুশফিকুর রহিম। সেই অপু করোনা সংক্রমণের মাঝে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। ত্রাণ নিয়ে ছুটছেন মানুষের দ্বারে দ্বারে। তার ত্রাণ ব্যবস্থাপনার ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছিলেন তামিম ইকবাল। যিনি নিজেও অপুর এই কার্যক্রমে আর্থিক অনুদান দিয়েছেন।

তামিম লিখেছিলেন, ‘নারায়ণগঞ্জে করোনার এই ক্রান্তিকাল শুরুর সময় থেকেই অপু নিরলসভাবে কাজ করে চলেছে। নিজে যতটুকু পেরেছে ও অন্যদের সহায়তা নিয়ে দিনের পর দিন দুঃস্থদের খাদ্য সহায়তা দিয়ে চলেছে। আমি সাধ্যমতো চেষ্টা করেছি ওকে সহায়তা করার। আরও অনেকে করেছেন। এই প্রবল দুর্যোগের সময় দেশজুড়ে আরও অসংখ্য মানুষ এভাবে অসহায়দের পাশে দাঁড়িয়েছে আজ। অপুর যে দিকটি আমার খুব ভালো লেগেছে, সে উদ্যোগ নিয়েছে তো বটেই, নিজেই সবকিছু জোগাড় করে, মেপে, প্যাকেট করে, মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছে। একবার-দুবার নয়, বারবার….।’






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *